কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে দেশের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত শতাধিক চিকিৎসককে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। এছাড়া নতুন নিয়োগ পাওয়া ৩ হাজার এবং ২৮তম বিসিএসে নিয়োগকৃত ৮শ' চিকিৎসকের উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে বদলির প্রক্রিয়া স্থগিত এবং প্রায় দেড় হাজার চিকিৎসকের
ডেপুটেশনও বাতিল করা হয়েছে। রোববার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক মতবিনিময় সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. সিফায়েতুল্লাহ এসব তথ্য জানান।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়াইপাড়াসহ বেশ কয়েকটি গ্রামে নিপাহ ভাইরাসের কারণে এনকেফালাইটিস রোগে আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যুর পর রোববার রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মতবিনিময় সভায় যোগ দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। মরণব্যাধি নিপাহ ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ক এ মতবিনিময় সভায় তিনি আশ্বস্ত করেন, আগামী ২/৪ দিনের মধ্যেই এ রোগ নিয়ন্ত্রণে আসবে।
এ সময় ডা. সিফায়েতুল্লাহ জানান, কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ১০০ চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে। ক্রমান্বয়ে তাদের সবাইকে চাকরিচ্যুত করা হবে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, এছাড়া নতুন নিয়োগ পাওয়া ৩ হাজার এবং ২৮তম বিসিএসে নিয়োগ পাওয়া ৮০০ চিকিৎসকের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে বদলির প্রক্রিয়াও স্থগিত করা হয়েছে।
বর্তমানে যেসব চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করছেন তাদেরকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় জনগণের সচেতনতা বাড়াতে খেজুরের রস না খাওয়ার জন্য প্রচারণা চালাতে সবাইকে আহ্বান জানানো হয়।
সূএ : UKBDNews
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।