জীবন মানে এ গিয়ে চলো, ভাল থাকার প্রচেষ্টায় এগিয়ে যাই।
্দঘুরেএলাম এ তিনটি পর্যটক স্পট থেকে।
১ম দিন
কক্স এ হিমছরি ও ইনানী বীচ ঘুরে বেরালাম।
২য় ও ৩য় দিন
সেন্টমার্টিন ও ছেরা দ্বীপ এর বেলাভূমিতে পায়েহেটে প্রদক্ষিন করেছি। সময় লেগেছে ২.৩০মিঃ
রাএে বীচ এ ছিল বার-বি-কিউ পার্টি।
ছেরা দ্বীপ এর সৌন্দরর্য পাতায়া বীচকেও হার মানিয়েছে।
৪র্থ দিন
বান্দরবান এর নীলগিরী - এ স্পট থেকে পুরো বান্দরবান শহর দর্শন করা যায় এবং স্বর্ন মন্দির ও দেখা যায়।
এ স্পট এর কাছেই রয়ছে মেঘলাস্পট এখানে দেখা যাবে ঝুলন্ত ব্রীজ ও মেঘের পাহার ।
তবে বান্দরবান শহর এ ঢুকতে হবে পাহারী উচু নিচু পথ পেরিয়ে।
স্বর্ন মন্দির অনেক সুন্দর তবে এখানে ছবি তোলাযায় কিন্তু ভিডিও করা নিষেধ।
অপার সৌন্দর্যে মুগ্ধ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।