আমাদের কথা খুঁজে নিন

   

গড অব ওয়্যার ঘোস্ট অব স্পার্টা

আমি একজন শিল্পী, গেমার এবং প্রোগ্রামার
অনেকদিন হল কোন কিছু পোস্ট করা হয়নি। অনেক ব্যাস্ত ছিলাম। দিন দিন ব্যাস্ততা বাড়ছে আর তার সাথে বাড়ছে রিলিজ পাওয়া গেমস। আগে যেখানে মাসে ১টা গেম পাওয়া যেত সেখানে এখন PC, PSP মিলে অনেকগুলো হয়ে যায়। সামনে আবার আল্লহর রহমতে PS3 কিনব ইনশাল্লহ।

তখন তো গেমের সংখ্যা আরও বাড়বে। আর গেম ফেলে কে ব্লগ লিখবে। আমি আমার মত প্রকাশ করতে চাই তবে এতটা চাই না যে গেম খেলাটাই বাদ দিয়ে দিই হা হা। গড অব ওয়্যার ঘোস্ট অব স্পার্টা গেমটা এমন সময় রিলিজ পেয়েছে যখন আমার পিএসপির L বাটনটা নষ্ট হয়ে গিয়েছে। তাও আবার নষ্ট হয়েছে এই গেমটারই ডেমো খেলতে খেলতে।

এরপরও অনেক গেমই খেলেছি যেগুলোতে L বাটন ছাড়া গেম আর আগাবেনা এমন না। যেমন Naruto Shippuden Ultimate Ninja Heroes 3 গেমটাতে L বাটনে ব্লক করতে হয়। পুরোগেমটাই আমি ঈদের সময় শেষ করেছি ব্লক না করেই। লাস্টে Pain এর সাথে খেলতে গিয়ে আমার দফারফা অবস্থা। কেননা ব্লক নেই।

তারপরও ৩ দিনের অধ্যবসায়ে অবশেষে Pain কে Pain দিয়ে মেরে ফেলেছি। হা হা। তবে বর্তমানে গেমটা খেলার জন্য পিএসপিটা ঠিক করেছি। আর বর্তমানে NGP রিলিজ পেলে ওটা কেনার চিন্তা করছি। যদিও তেমন একটা ইচ্ছা নেই কেননা PS3 মোশন কনট্রোলার সহ কিনব সামনের মাসে ইনশাল্লহ।

এবার আসি গেমটা সম্পর্কে। আগেই বলে নিচ্ছি যে গেমটা আমি শেষ করিনি এখনও কেননা পিএসপি ঠিক হল সবে ৩/৪ দিন হল। এবং ফার্মওয়্যার আপগ্রেড করেছি গেমটা খেলার জন্য। অবশেষে হয়েছে। এজন্য গেমের কাহিনী বলতে পারবনা।

তবে অন্য কিছু বলব ইনশাল্লহ। প্রথমেই বলতে হয় এটা পিএসপিতে গড অব ওয়্যার ফ্র্যানচাইজের ২য় গেম। এবং এই গেমটা অনেকটা গড অব ওয়্যার ৩ এর আদলে তৈরী করা হয়েছে। গ্রাফিক্স অতি সুন্দর। কোন অবজেক্টে কোন তরল পদার্থ গড়িয়ে পরার দৃশ্য রেন্ডার করতে হাই লেভেল অনেক ইফেক্ট ব্যবহার করা হয় যা পিএসপি সিস্টেমে নেই।

তবুও শুধুমাত্র মাল্টিপল টেকচারিং অর্থাৎ ২টা টেকচার বা তার অধিককে একত্রে করে এটাকে ফুটিয়ে তোলা হয়েছে। গ্রাফিক্স অনেক ডিটেইলড। মডেলও এবং টেকচারও। পার্টিকল রেন্ডারিংও অনেক সুন্দর আগের তুলনায়। গেমে ধুলা, ধোয়া, পানি, আগুন কোন কিছুরই অভাব নাই পিএসপি প্লাটফর্মে।

ডেভেলপাররা বলেছে যে পিএস২ ভার্সনের ক্রেটোসকে আবারও নতুন করে বানানো হয়েছে যাতে পিএস২ এর চেয়ে বেশি রেজুলেশন ব্যবহার করা হয়েছে। গেমপ্লে আগের চেয়ে আরও সুন্দর করা হয়েছে। সিনেমাটিকগুলো সবই ইনগেম ডেমোতে দেখেছি। ওয়েপনের মধ্যে দেখলাম 300 সিনেমার মত বল্লম আর ঢালও আছে। ব্লক করা অবস্থায় বৃত্ত প্রেস করলে দৌড় দিয়ে সামনের শত্রুকে ধাক্কা দিয়ে ফেলে মারতে থাকে।

দেখলে অতিরিক্ত সুন্দর লাগে। যে সামান্য দেখলাম, তাতে জাহাজের স্টেজটা অনেক সুন্দর করেছে। এবং গেমের শুরুই জাহাজ থেকে। ক্যামেরা মুভমেন্টও চরম। ডেমোতে সব জায়গায়ই উত্তেজনার ছড়াছড়ি।

এমনকি শেষ হয়ও উত্তেজনা দিয়ে। বস ফাইটগুলো চরম উপভোগ্য। রেজ মিটার সহ অনেক সিস্টেমই আছে গেমে যা অনেক সুন্দর। আমার চেনা জানা অন্তত ২জনকে দেখলাম যারা পিএসপির গ্রাফিক্সের কথা বললেই নাক সিটকায়। তাদের মত যারা আছেন তাদের বলব God of War Ghost of Sparta এবং 3rd Birthday একবার খেলে দেখুন।

অবাক না হয়ে পারবেন না।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।