গল্পটা আমার তেমন মনে পরছে না, আধো আধো মনে আছে...
নিজের মন থেকে আর কিছুটা গল্প থেকে নিয়ে. লেখা শুরু করলাম.. যা করে আল্লাহ-ই.........
:: এক কৃষকের জমিতে কিছু লোক কাজ করার জন্য নেওয়া হলো,, জমিকে ফসল ফলার উপযোগী করার জন্য..........
: চার জন লোকের মধ্য একজন একটু চোখে কম দেখতো, তাই তাকে সবাই কানা বলে ডাকত....
:: চারজন সকাল থেকে শুরু করে বিকাল পযর্ন্ত কাজ করে জমিকে ফসলের উপযোগী করে ফেলল..
.. বিকেল বেলা কৃষক এসে দেখে তার জমিতে তেমন ভালো ভাবে কাজ করা হয়নাই................ সেতো রেগে মেগে আগুন.....তোমাদের কারো মজুরী দিব না...:
: সবাই কাতুমুতু হয়ে তার দিকে চেয়ে রইল...
: সে বলল, জমির পূর্ব ধারে কাজের এই অবস্থা কেন..
: হুজুর, কানায় করছে...
:: তাহলে জমির মাঝখানে.. :
:: হুজুর, হেইহানে ও কানায় করছে...
:: আর পশ্চিম, দক্ষিনের এই অবস্থা কেন..
:: হুজুর সেইটা ও কানায় করছে....................
::: সবাই যদি কানায় করে তাহলে তোমরা কি করছ.................তোমাদের তো তার মজুরি দেওয়া হবে না.......
:: গল্পটা বলার কারন হলো .. আমাদের দেশের বর্তমান অবস্থা হইছে এইরকম....................
::: দেশের শেয়ার বাজারের দরপতন, কে করছে.... বিরোধীদল
:: নিত্য প্রয়োজণীয় দ্রব্যর দাম বেশি.. কে করছে.. বিরোধীদল
:: সন্ত্রাস, চাদাঁবাজী, দুর্নীতি, মানুষ খুন ইত্যাদি ইত্যাদি.. ..কে করছে... বিরোধীদল...
সবই যদি বিরোধীদল করে..................................
তাহলে আপনারা কি করছেন.. ............আপনারা যদি কিছু না করতে পারেন তাহলে আপনাদের তো দরকার নাই....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।