আমাদের কথা খুঁজে নিন

   

তবে, কি লাশ দেখে আমাদের রাজনীতিবিদ রা খুশিতে ডগমগ!!!!!

My work my life. এই বুঝি পাড়ায় কোন বাড়িতে হামলা করছে হায়েনারা। এই বুঝি রাস্তায় কোন আপনজনের গায়ে গুলি লাগছে! এই বুঝি কোন সহকর্মী পথচলার সময় গুলিতে প্রাণ হারাচ্ছে! এই বুঝি কোন গাড়িতে আগুন নিয়ে ড্রাইভার-যাত্রীকে পুড়িয়ে মারা হচ্ছে। এত আতঙ্ক, উৎকণ্ঠা ভয় নিয়ে আমাদের আর কত থাকতে হবে? আমরা কি স্বাভাবিক জীবনের নিশ্চয়তা পাব না। আমাদের অপরাধ কি! আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তিকে আর এদেশে দেখতে চাই নি! আমাদের অপরাধ কি আমরা আমাদের অতীত হারানো স্বজনদের হত্যার বদলা নিতে চেয়েছি। তাই সেই সব হায়েনারা আমাদের আজকের সুখ-শান্তি এভাবে হরণ করবে? আর আমাদের সরকার আর তার সহযোদ্ধা বিরোধীদল কি করবে? হতভাগ্য জনগণ আমরা কোথায় যাব! আমরা কি করব? আমাদের উপায় কি? এই লাশ লাশ খেলা বন্ধ হবে কি করে? আমার সহযাত্রী ব্রগ বন্ধুদের মাথায় কি কোন বুদ্ধি আসছে? আমি তো কোন আশার আলো দেখতে পাই না।

শুধু বুঝি না, প্রধান বিরোধীদল হয়ে বি এন পি কী করে যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিল? এটা কি করে সম্ভব! কোন দেশে এটা হতে পারে? পৃথিবীর কোন দেশে এটা কি হয়েছে? কোন দেশে এটা হতে পারে? কারো পক্ষে কি নিজ দেশের শত্রুদের পক্ষে অবস্থান নেয়া সম্ভব। যারা সংবিধান, মানে না, যারা মুক্তিযুদ্ধ মানে না, যারা শহীদ মিনার মানে না। যারা জাতীয় পতাকা মানে না। তাদের পাশে দঁাড়াল আমার দেশের প্রধান বিরোধী দল। আজ আমার নিজের উপর নিজেকেই ধিক্কার।

এমন দেশে আমি জন্মেছি। আমার আজ খুব অসহায় লাগছে। বিএনপির মতো বড় রাজনৈতিক দল শুধু ক্ষমতায় যাবার রাস্তা পরিস্কার করতে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির পক্ষে দঁাড়াল। শূধু একটা লোভে! জানিনা এই লোভের পরিণাম বিএনপি কে ঠিক কত লাশ উপহার নিয়ে শেষ করতে হবে? আমি এর আগে আমার একটা লেখায় লিখেছি। অতীত থেকে শিক্ষা নেয়া দরকার, দেশের সব রাজণেতিক দলকে - নইলে তাদের নিজেদেরই এর চরম পরিণতি ভোগ করতে হবে।

আমি জণগণ আর কি, আমরা রাজা আসে রাজা যায়, ভাগ্যর আর কি পরিবর্তন হয়? কিচ্ছু হয় না! এখনো সরকারের পক্ষ থেকে বিশেষ কোন উদ্যোগ দেখি না। পরিস্থিতি সামাল দেবার। আবার প্রধান বিরোধী দলের এমন আচরেণ আমি ভীষণ বেকুব। এরশাদ এত বড় বড় কথা বলে এখন তার কোন দেশেপ্রম নাই। সে নিশ্চয় খুব খুিশ।

হাসিনার এ ভাইতো টিভি দেখে দেখে লাশ গুনছে তার সমান কবে হবে! আর ছোট ছোট চুনোপুটি মার্কা যেসব রাজনৈতিক দল তারা আজ দেশের এ সংকটে কই? যত চিন্তা কি সব জনগণ আর মিডিয়ার। তাদের কোন দায়িত্ব নাই? আর বড় বড় সব গুণিজন। তারা কই!!! কই ! এখনো কেন ধরা হচ্ছেনা, মাহমুদুর রহমানকে যে ধর্মের দোহাই দিয়ে শাহবাগের আন্দোলনকে নাস্তিক আখ্যা দিল!!! আর যারা এমন সাদা আন্দোলনকে নাস্তিক আন্দোলন বানালো তারা কি এর কুফল ভোগ করবে না! আমার অভিজ্ঞতা বলে করবে। এর উত্তর দেবে সময়। ০২.০৩.২০১৩ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।