আমাদের কথা খুঁজে নিন

   

সব ধরনের ক্রিকেট থেকে সৌরভের অবসর



কলকাতা নাইট রাইডার্সের জীবন শুরু হয়েছিল ২০০৮ সালে। ওই বছরই সৌরভ গাঙ্গুলী বিদায় জানিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে। এরপর থেকে নাইট রাইডার্সের পাশাপাশি খেলেছেন বাংলা দলের হয়ে। কিন্তু এবার আইপিএলের কোনো দলের হয়েই খেলার সুযোগ না পেয়ে ক্ষোভে আজ সোমবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কলকাতার এই ‘বরপুত্র’। ‘আমি আইপিএলে খেলার কোনো সম্ভাবনা দেখছি না।

ফলে খেলা চালিয়ে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই। কারণ আইপিএলে নিজেকে ফিট রাখার জন্যই রঞ্জি ট্রফিতে খেলেছি আমি। ’ ভারতের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাত্কারে ক্রিকেটকে চিরতরে বিদায় জানানোর সিদ্ধান্তটি জানিয়ে বলেছেন সৌরভ। ভারতের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক সৌরভ। পাঁচ বছর দলকে নেতৃত্ব দিয়েছেন।

অবসর নেওয়ার পর আইপিএলের গত তিনটি আসরেই খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। নেতৃত্ব দিয়েছেন প্রথম দুটি আসরে। অথচ চতুর্থ আসরের নিলামে অবিক্রীত থেকে গেছেন সৌরভ গাঙ্গুলী। তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি কলকাতাসহ ১০টি ফ্রাঞ্চাইজের কেউই। নিলামের ২০ দিনেরও বেশি সময় পর ভারতীয় বোর্ডের চিঠির পরিপ্রেক্ষিতে স্বপ্ন দেখছিলেন সৌরভ-ভক্তরা।

কিন্তু তিনটি ফ্রাঞ্চাইজের আপত্তির কারণে সেই স্বপ্ন আর বাস্তবায়িত হয়নি। নিলামে কেউ না কিনলেও মুখ বুজে সয়েছেন সৌরভ। কয়েক দিন পর মুখ খুলেছিলেন, কিন্তু কাউকে সরাসরি দায়ী করেননি। বিদায় বেলায় চাপা ক্ষোভটা আর চেপে রাখতে পারেননি সৌরভ, ‘ক্রিকেটীয় যুক্তি আর অতীত পারফরম্যান্স বলে, আমাকে দলে রাখা উচিত ছিল। আমাকে বাদ দেওয়ার অনেক কারণ থাকতে পারে।

তবে তা পারফরম্যান্স নয়!’ ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন কলকাতার ক্রিকেটপ্রেমীদের প্রাণ। সৌরভের এ সিদ্ধান্ত মানতে পারছে না বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন। সংস্থাটির প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া তাই বলে দিয়েছেন, ‘আমি মনে করি, আমাদের সবার উচিত সৌরভকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ করা। "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।