আমাদের কথা খুঁজে নিন

   

মা তোমার এই মমতা ভুলে গেলে প্লিজ আমাকে ক্ষমা করোনা..........

বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি লেলিন......

যখন কলেজে ভর্তি হয়ে মেসে থাকা শুরু করলাম তখন মায়ের মমতার অভাব ভালো ভাবে বুঝতে পারি। সন্তানের প্রতি মায়ের ভালবাসা লিখে বোঝা যাবে না। বরং তাতে তাকে অসস্মান করা হবে। তবুও মমতাময়ী মায়ের মমতার স্মৃতি সমুদ্রের একটা স্মৃতি প্রতি নিয়ত হৃদয়ে নাড়া দেয়। তখন কলেজে দ্বিতীয় বর্ষে পড়ি।

বাবা দশ পনের দিন পর পর আমাকে দেখতে যেতেন আর সঙ্গে নিয়ে যেতেন নানা রকমের খাবার আর নাস্তা। সেবার বাবা যখন আসে তার কযেক দিন আগে ফোনে মায়ের সাথে কথা বলতে বলতে মা বুঝতে পারে আমার কাছে টাকা নাই। তো বাবা যখন আসল বরাবরের মত সাথে নিয়ে আসলেন খাবারের ব্যাগ। একটা নাস্তার ব্যাগ খুলে দেখি মা মুড়ির সাথে কাগজে মুড়িয়ে বেশ কিছু টাকা দিয়েছেন। কারন মা জানত বাবা আমাকে হিসাব করে টাকা দিবে।

অথচ ভাবিনি মা এভাবে টাকা দিবে। মা সত্যিই তোমার কোনো তুলনা হয়না। আজ তোমার কাছ থেকে অনেক দুরে আছি। তোমাকে খুব মনে পড়ে মা। আল্লাহ তুমি আমার মাকে ভাল রেখ সুস্থ্য রেখ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।