আমাদের কথা খুঁজে নিন

   

৫ ব্রোকারেজ হাউসের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার

এইটা আমার পারসোনাল ব্লগ, কারো ভাল না লাগেল দুঃখিত

পাঁচটি ব্রোকারেজ হাউসের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা (এসইসি)। প্রায় এক মাস আগে বাজারে দরপতনের জন্য এগুলোকে দায়ী করা হয়। বিনিয়োগকারীদের সমস্যার বিষয়টি চিন্তা করে সোমবার এক বৈঠকে ব্রোকারেজ হাউসগুলোর কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত হয় বলে এসইসি সদস্য সাইফুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন। ব্রোকারেজ হাউসগুলো হলো- আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেড, পিএফআই সিকিউরিটিজ লিমিটেড, অ্যালায়েন্স সিকিউরিটিজ লিমিটেড এবং আল আরাফাহ ব্যাংক ও ঢাকা ব্যাংকের মার্চেন্ট শাখা। গত ২০ জানুয়ারি এ পাঁচটিসহ মোট ছয়টি ব্রোকারেজ হাউসের কার্যক্রমে ৩০ দিনের নিষেধাজ্ঞা আরোপ করে এসইসি। সেদিন ডিএসইতে ব্যাপক দরপতনের জন্য এসব হাউসের 'অ্যাগ্রেসিভ সেল'কে দায়ী করা হয়। পরে এনসিসি ব্যাংকের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও বাকি পাঁচটির ওপর নিষেধাজ্ঞা বহাল ছিলো। তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও এই ব্রোকারেজ হাউসগুলো বিষয়ে তদন্ত অব্যাহত থাকবে জানিয়ে সাইফুর বলেন, তদন্তে দোষী সাব্যস্ত হলে বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রেফারেন্স লিংক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।