আমাদের কথা খুঁজে নিন

   

One shot, One opportunity

শিরোনামহীন

“Look, if you had one shot, or one opportunity To seize everything you ever wanted-One moment Would you capture it or just let it slip?” মার্কিন রেপার এমিনেম এর এই গানটি আমার কেন জানি লিখে রাখতে ইচ্ছে করে চোখের সামনে। কারণ বার বারই আমি অপরচুনিটি মিস করি এবং পরে আফসোস করি। গ্রামীনফোন এর কর্মকর্তা হিসেবে প্রি-আইপিও তে বেশ কিছু শেয়ার পেয়েছিলাম। এক বছর এর লকইন পিরিয়ড শেষ হলো গত নভেম্বর মাসে । কিন্তু এসইসি এর একটা রেগুলেশন এর কারণে আবার একটা অনির্দিষ্ট কালের জন্য লকইন এর মধ্যে পড়ে গেছি।

সম্ভবত, নিয়ম অনুযায়ী গ্রামীনফোন এর কর্মকর্তারা পরবর্তী বোর্ড মিটিং/ এজিএম ঘোষণার এর আগে এই শেয়ার বিক্রি করতে পারবেনা। এই লক ইন এবং পাল্টা লক ইন এর মধ্যে এসইসি এর নিয়ম অনুযায়ী মাত্র ‘এক’ দিন সময় ছিল (৩০ নভেম্বর, ২০১০) প্রি-আইপিও তে প্রাপ্ত শেয়ার বিক্রি করার । আমাদের মধ্যে কেউ কেউ যদিও বিক্রি করে দিয়েছেন তাদের শেয়ার । কিন্তু বিক্রি করার জন্য যে সব ফরমালিটিস ফুলফিল করতে হয় তার ভয়ে ভাবলাম থাক পরেই বিক্রি করব আস্তে-ধীরে এবং পড়ে গেলাম এই মাইনকা চিপায় । এখন তো দাম অনেক পড়ে গেছে আর বোর্ড মিটিং কখন হয় তার ও তো কোনো খবর নাই।

শুধু শুধু এত গুলো টাকা আটকে গেল । লক ইন শেষ হলেও হয়ত আগের দাম আর পাব না। আফসোস!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।