আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
এই ধরুন এখন জয়বাংলা কয়ে পেটায়, তহন জ্বালো জ্বালো কয়ে পেটাইতো, পেটানো ছাড়া এ দ্যাশের মাইসের আর কুনো কাম নাই.....
তবে আমলীগ সরকার একখান খ্যাল দ্যাহাইছে, তা হইলো মিডিয়া নিয়ন্ত্রন, কড়া ভাষায় এটিএন সমর্থন ও বিরোধী টিভি গুলার উপর খবরদারি। বিরাট কাম, তয় শেষ পর্যন্ত এ কাম, পরিনাম হয়ে না আবার তাগো ঘাড়েই পড়ে এইডাও একখান দ্যাহার বিষয়।
আমাগে মতো নগেন পাবলিক, গলির ভেতর দিয়ে শরীর বাইর করি, দ্যাহি, নাহলে জান-লা গলে গলা বাহির হইরা দ্যাহি, দ্যাহা ছাড়া আমাগো কুনো কাম নাই........
ত্যালবাজ কবিরা/লেখক/বুদ্ধিজীবিরা সন্ধ্যা হইতে গভীর রাইত অবধি পক পক কইরা টিভি চ্যানেলগুলোর বারোটা বাজাইতেছে, আর পাবলিকের মাথায় পোক ঢুকাইতেছে, ( ...........) দালাল সবগুলান। সত্য কথা সত্য কইয়া দলীয় হিসেবে কয়। এমনকি উকিল-গো ভি আবার দলাদলি আছে, আছে ডাক্তারগো, মাস্টারগো, সবতে গলাবাজি করে, অস্ত্রবাজি করে, কুনো কাম নাই..........
পুলিশ-ই ভাল ৫ বছর এগো পেটায়, ৫ বছর আবার তাগো, পেটানোর স্বাদ এগো পেছনে ছাড়ে না, তাই সুযোগ পাইলেই এরা আমাগো মত সাধারন মানুষগুলানরেও পেটায়, পেদায়, কুনো কাম নাই.............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।