বার্সেলোনায় বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের জয় জয়কার। সেদিন মার্কিন অষ্টাদশী সাঁতারু মিসি ফ্রাঙ্কলিন জিতেছিলেন চারটি স্বর্ণ। গত বৃহস্পতিবার রাতে নেমেছিলেন পঞ্চম স্বর্ণ জয়ে। অবশ্য পঞ্চম স্বর্ণ জিততে পারেননি ফ্রাঙ্কলিন। ফ্রাঙ্কলিন না পারলেও চ্যাম্পিয়নশিপের ষষ্ঠদিনেও আধিপত্য বজায় রেখেছেন মার্কিনীরা।
ষষ্ঠ দিনে সে দেশের সবচেয়ে বড় তারকা সাতারু রায়ান লোকটি জয় করেছেন দুটি স্বর্ণ। যিনি এতদিন মাইকেল ফেলপসের ছায়ায়ই বড় হয়েছেন।
মেয়েদের ১০০ মিটার ফ্রি স্টাইলে ৫২.৩৪ সময় নিয়ে স্বর্ণ জয় করেন অস্ট্রেলিয়ার কেট ক্যাম্পবেল। এ ইভেন্টে চতুর্থ হন মার্কিন অষ্টাদশী ফ্রাঙ্কলিন। ফ্রাঙ্কলিনের হতাশা দূর করে দেন অল্পকিছু সময়ের মধ্যেই লোকটি।
আসরে নিজের দ্বিতীয় স্বর্ণ জয় করেন ২০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্ট জিতে। এই ইভেন্টে তিনি ২০০৭ ও ২০১১ সালের বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপেও স্বর্ণ জিতেছিলেন লোকটি। মার্কিন তারকা সাঁতারু আরেকটি স্বর্ণ জিতেন ছেলেদের ৪ গুণীতক ২০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে। লোকটি, কনর ডুয়াইয়ার, চার্লস গিপসন হাচিন আর রিকি বেরেনসকে নিয়ে গড়া মার্কিন দল পেছনে ফেলেন রাশিয়া আর চীনের সাঁতারুদের। রিলেতে স্বর্ণ জয়ের সুবাদে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের ইতিহাসে একই দিনে দুই দুটি স্বর্ণ জয়ের রেকর্ড গড়েছেন লোকটি এ নিয়ে তৃতীয়বার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।