সত্যের পূজারী
এক মুসলমানের উপর অপর মুসলমানের কর্তব্য
রাসূল ( সা: ) বলেছেনঃ “এক মুসলমানের উপর অপর মুসলমানের ছয়টি কর্তব্য রয়েছে, বলা হল হে আল্লাহর রাসূল! ঐ গুলো কি কি?
তিনি ( সা: ) বলেন: সাক্ষাতের সময় তাকে সালাম দিবে, তোমাকে দাওয়াত দিলে তাতে সাড়া দিবে, তোমার কাছে উপদেশ কামনা করলে তাকে উপদেশ দিবে, হাছি দেওয়ার পর যদি সে আলহামদুলিল্লাহ বলে তাহলে ইয়ারহামু কাল্লাহ বলবে, অসুস্থ হলে তাকে দেখতে যাবে এবং সে মৃত্যু বরন করলে (তার জানাযায়) অংশ গ্রহণ করবে” (মুসলিম)
حق المسلم على المسلم
قال رسول الله صلى الله عليه وسلم « حق المسلم على المسلم ست : قيل: ما هن يا رسول الله ؟ قال إذا لقــيتـه فسلم عليـه وإذا دعاك فأجبه ، وإذا استنصحك فانصح له ،وإذا عطس فحمد الله فشمته وإذا مرض فعده وإذا مات فاتبعه » رواه مسلم.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।