আমাদের কথা খুঁজে নিন

   

আজব চুরি

....

দুপুর বেলায় রাজপথ ধরে শপিং করতে মিতা, টেরাকোটা হার, রঙ্গীন ছাতায় 'রে ব্যান' সজ্জিতা! সানসিল্কের স্বপ্ন ছোঁয়ানো টপ নট টান টান, 'বহুদুর হেঁটে তোমাকেই চাই...' গুনগুন করে গান। ফুটপাথ শাড়ি, ডিভিডি, ফুচকা, উঠতি যুবক ফেলে কাটলেট রোল, শা'রুখ কারিনা, ব্ল্যাকারের ভিড় ঠেলে, মাঝরাস্তায় হঠাৎ কি হলো, ছাতা ফেলে দিয়ে ছুঁড়ে চোর চোর বলে চিৎকার করে পেছনে দাঁড়ায় ঘুরে। পেছনেই ছিল খোঁচা খোঁচা দাড়ি সিড়িঙ্গে মতো কেউ, মুঠোয় কলার, কিল, চড় , লাথি... শুধু জনতার ঢেউ। দিনের আলোয় চোর পাকড়ানো সত্যিই বাহাদুরি, কারা যেন এসে জিগ্যেস করে, কি জিনিস গেছে চুরি? চোখভরা জলে মিতাদেবী বলে বাস্পরুদ্ধ স্বরে, 'বিচ্ছিরি মতো লোকটা বোধ'য় বাসস্ট্যান্ডের পরে আমার ছাতার ছায়াতেই ঠিক পেছন পেছন এসে একগাদা ছায়া কিচ্ছু না বলে চুরি করে নেয় শেষে!' লোকজন সব অবাক, তবুও মিতার জবাব স্পষ্ট, 'ছাতাটা আমার, ছায়াটাও তাই, কেন হতে দেবো নষ্ট?'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।