আমাদের কথা খুঁজে নিন

   

আজকের দুটি খবর এবং আমার দুটি কথা....

<<মধ্যরাতের হাইওয়ে>>

বিচার বহির্ভূত হত্যাকান্ড রাতারাতি বন্ধ হবে না : পররাষ্ট্রমন্ত্রী বিচার বহির্ভূত হত্যাকান্ড যে চলছে, সেটা আমরা সবাই জানি। শুধু জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংশ্লিষ্টরা। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়াকে যখনই সাংবাদিকরা এ নিয়ে প্রশ্ন করেন, তখনই তিনি এটাকে সরাসরি অস্বীকার করেন। পাশাপাশি পাল্টা যুক্তিও তুলে ধরেন। একটা জিনিস প্রায়ই খেয়াল করি, পাল্টা যুক্তি তুলে ধরার সময় তিনি কিছুটা উত্তেজিত হয়ে যান।

ঠিক কেন হন, তা বুঝতে পারি না। বিগত সরকারেরর সময় এই বিচারবহির্ভূত হত্যাকান্ড যেমন ছিল, তারই ধারাবাহিকতায় এখনও চলছে। পররাষ্ট্রমন্ত্রী আজ বললেন, এটি রাতারাতি বন্ধ হবার নয়। তারমানে তারাও এটা জানেন যে, বিচারবহির্ভূত হত্যাকান্ড চলছে এবং বেশ ভালভাবেই। সরকারের মধ্যেই স্ববিরোধীতার এক দৃষ্টান্ত।

সাহারা খাতুন যদি শুধু পদ আকড়ে ধরার স্বার্থে বারবার দম দেয়া পুতুলের মত একই কথা বলেই যান, তবে আর এখানে কিছুই বলার নেই । অথচ এই সরকার পূর্ববর্তী নির্বাচিত সরকারের বিরুদ্ধে এইরূপ হত্যাকান্ড নিয়ে বহু কথা বলেছিল। এমনকি তাদের নির্বাচনী ইশতেহারেও এই ধরনের হত্যাকান্ড বন্ধ করার অঙ্গীকার ছিল। কষ্টটা এখানেই, আমাদের দেশের রাজনীতিবিদরা ক্ষমতায় আসার আগে বহু কথা বললেও ক্ষমতায় আসার পর তার অনেক কিছুই ভুলে যান। আরও কষ্টকর হল, সেটা যখন অস্বীকার করেন।

বিশ্বকাপে রাজধানীবাসীকে অন্যরকম ঢাকা উপহার দিব : ডিএমপি কমিশনার এই খবরটা নিয়ে আসলে বলবার কিছু নেই। ঢাকাবাসীরাই জানে, ঢাকায় চলাচল করতে কি মজা (!) সেক্ষেত্রে অন্যরকম একটা ঢাকা তো সকলের জন্যই আকাঙ্খিত। শুধু একটাই চাওয়া, এই অন্যরকমটা যদি সব সময়ের জন্যই "অন্যরকম" হয়ে থাকত !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।