শুভ জাহিদ @ http://howcanigetanemailaddress.com/
ছোট বেলায় একবার বড় ভাইদের জন্য অপেক্ষা করছিলাম যে উনারা সিলেট থেকে আসার পর আমাদের শপিং করা হবে। সব বন্ধুরা শপিং শেষ কিন্তু আমাদের শপিং এখনও করা হয়নি। কাল ঈদ কিন্তু আজ রাত ১২.০০ এ.এম হয়ে যাচ্ছে কিন্তু ভাইয়াদের বাড়ি ফেরার সময় ফুরাচ্ছে না। রাত ১২.৩০ এ.এম এ উনারা বাসায় ফিরলেন। আম্মা খাবার দিলেন।
খাওয়া শেষে ভাইয়া বললেন চল শপিং এ যাব। ৩ ঘন্টার মধ্যে শপিং শেষ। কি যে আনন্দ লাগছিল যে ভাষায় প্রকাশ করার মতো না। তখন ছোট থাকার কারণে খেয়াল করিনি বাবা-মা কি কিনলেন। আব্বা এবং আম্মা তো কিনতেই চাইতেন না।
বলতেন তোদের কিনা হয়েছে মানে আমাদের ও কিনা হয়েছে। ছোট বেলার সেই ঈদের আনন্দ আজ আর আগের মতো নেই। মানুষের বয়সের কারণে জীবনে অনেক পরিবর্তন হয়। রুচির ও পরিবর্তন ঘটে। এখন উপলব্ধি করতে পারি সেই ছোট বেলার শপিং এর কষ্টের কথা।
আজ যখন কোন শপিং মলের পাশ দিয়ে যাই যখন কোন ছোট ছেলে মেয়েকে দেখি শপিং মলের পাশে ঘোরাঘুরি করছে তখন খুব কষ্ট লাগে। আমরা যদি ঠিকভাবে আমাদের যাকাত টা আদায় করতাম তবে আমাদের এই সমাজে ধনী গরিব বৈষম্য থাকতো না। আজ গরিব মানুষের যাকাতের টাকা আমাদের পকেটে। আমরা অনেক আনন্দ করে ঈদ করবো কিন্তু যেই দিন মহান আল্লাহর নিকট আমরা উপস্থিত হবো তখন আমরা আল্লাহকে কি জবাব দিব? তাই বলি যাকাতের টাকা পরিশোধ ছাড়াও আমরা যে যেই অবস্থান আছি সেই অবস্থান থেকে আমাদের আমরা আল্লাহর রাস্তায় দান করি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।
আমিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।