কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে আজ রোববার সকাল ১০টার দিকে তালা লাগিয়ে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী মোহাম্মদ ইলিয়াস হোসেনকে বহিষ্কারের জের ধরে এ ঘটনা ঘটে। ক্যাম্পাসে বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, তালা লাগানোর সময় ছাত্রলীগের কর্মীরা শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ থেকে বের করে দেন। তাঁরা বহিষ্কৃত শিক্ষার্থী ইলিয়াসের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মিছিল করেন।
ঘটনাস্থলে উপস্থিত কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদ মাহাবুব প্রথম আলোকে জানান, বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ আছে। ক্যাম্পাসের অবস্থা থমথমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে রয়েছে।
প্রসঙ্গত, পরীক্ষায় নম্বর কম দেওয়ার অভিযোগ এনে গত ২৪ জানুয়ারি ইলিয়াস লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মশিউর রহমানের বাসায় হামলা চালান। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে।
গত বৃহস্পতিবার তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে সিন্ডিকেট ইলিয়াসের বিরুদ্ধে এক বছরের সাজা দেয়। ওই খবর আজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়েলে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কামাল উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে জানান, বহিষ্কারের জের ধরে কিছু ছাত্র একাডেমিক ভবনে তালা দিয়েছেন। প্রশাসন ও পুলিশ পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।