ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ
বইমেলা শুরু হয়ে গেছে। অথচ প্রথমবারের মতো বইমেলায় আমি নেই। ভাবতেই মনটা ভীষণ উদাস হয়ে যায়। এখন আমি প্রবাসী ব্লগার। ঘুরছি কানাডার এডমন্টন শহরের বরফমোড়ানো রাস্তায়।
আর ভাবছি কবিতার কথা, আমার বই প্রকাশের কথা। বইটি আগেই প্রকাশ হয়ে গেছে। কিন্তু ছুঁয়ে দেখার সৌভাগ্য এখনও হয়নি আমার। এই তো জীবন!
জানি না কবে পাবো কবিতার বইটি আমার। তবে ব্লগের পাঠকদের এ খবর জানাতে পারি
অন্তত।
বইটি এখন পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলায়।
বইয়ের নাম- স্বপ্ননীল রেলগাড়ি
বইয়ের ধরন- কবিতা
প্রকাশক- মোজাম্মেল হক নিয়োগী
প্রকাশনা সংস্থা- সাকী পাবলিশিং ক্লাব
মূল্য- ৭৫.০০ টাকা
স্টল নম্বর- ৪৪৬, অমর একুশে গ্রন্থমেলা
ভালো থাকুন সবাই কবিতার স্বপ্নের মতো।
Click This Link
শেখ জলিল
ফেব্রুয়ারি ০৫, ২০১১
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।