গল্প
কেন জানি আজ সকালেই
আমার ঘুম ভেঙ্গে গেল।
বাসি মুখ নিয়ে বাইরে যখন এলাম
একটু সামনে গিয়ে
লজ্জাবতী গাছকে স্পর্শ করতেই
গুটিয়ে গেল।
ভাবছি লজ্জাবতী গাছটি
আমাকে প্রনাম করছে।
জানিনা আমি, সকালকে বলি
লজ্জাবতী গাছ কি আনন্দ পেল?
মনে করছি ভালবাসার মানুষটি কাছে আসে
কিন্তু লজ্জাবতীর মত গুটিয়ে যায়
হয়ত লজ্জাবতীর মত লজ্জায়
নিশ্চুপ চলে যায়।
তাহলে কি আমি বলব ভাললাগার কথা
ভাবতেই চোখ দুটি দিয়ে
অঝরে পানি ঝরছে।
আমি চোখের পানি ঠেকাতে চাইলাম
কিন্তু অঝর ধারায় বৃষ্টির ন্যায় ঝরছে।
সামনে তাকিয়ে মুগ্ধ হয়ে দেখছি
বিলে অজস্র কদম্বকলি
পানির উপর ভাসছে
যেন একে অন্যের প্রতি
নব প্রেমের কথোপকথন করছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।