মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন।
গল্পটা কুথায় শুনছিলাম, মনে নাই।
তয় গল্পটা মনে আছে! সব তো আর লেখা সম্ভব না, বাকীটা আন্দাজ করে নিবেন।
একজন দেহজীবি মহিলা তার সারা জনম দেহ ব্যবসা করেছেন। যখন তার ভরা যৌবন ছিল, তখন কারনে অকারনে অনেক টাকা পয়সাওয়ালা দামী দামী খদ্দেরকেও তিনি পাত্তা দেন নাই।
কিন্তু রূপ যৌবন আর কতদিন থাকে? আস্তে আস্তে তার বয়স বাড়ে, যৌবনে ভাটা পড়ে; কাষ্টমার ও কমতে থাকে। এক পর্যায়ে কেউই তার দিকে ফিরেও তাকায় না। কিন্তু তার তো অন্য দশটা মানুষের মতো খেতে হবে, বাচ্ঁতে হবে! তাই নিজের মার্কেট নাই জেনে সে অন্যান্য নতুন দেহজীবিদের ফুটফরমায়েশ খাটেন, আর এই ফুটফরমায়েশের বিনিময়ে তিনি দুবেলা খাবারের চেহারা দেখেন।
একদিন সারাদিন কোন ফুটফরমায়েশ পাননি, তাই সারাদিন খাবারও জোটেনি। মনে মনে বিগত যৌবনা ভাবলেন, আজকে আবার পুরানো ব্যবসাটা চালু করবেন! তাই সন্ধ্যার পর অল্প বয়সী মেয়েদের সাথে বিগত যৌবনাও দাড়ালেন।
কিন্তু তার মত বিগত যৌবনাকে কে পয়সা দিয়ে নেবে? যাই হোক, তিনি একজন কাষ্টমার পাকড়াও করলেন। কিন্তু কাষ্টমার তো তাকে পছন্দ করছে না। কিন্তু তিনিও নাছোড় বান্দা। আজকে তিনি কাষ্টমার নেবেনই। কাষ্টমার তার সাথে বিনা পয়সায়ও কিছু করতে রাজী না, কিন্তু তিনি বিনা পয়সায় হলে ও করবেন।
! এক পর্যায়ে বিগত যৌবনা তার দেহের সব কাপড় খুলে ফেললেন। এই পর্যায়ে কাষ্টমার রাগে গালি দিলেন, "তোর গুষ্ঠি আমি ..। " বিগত যৌবনা কাষ্টমারকে তখন বললেন, ""বলছিলা না যে, আমারে করবা না?" তখন তো করলা...............
আইজক্যা মতিয়া চৌধুরী বলেছেন"বিএনপি ক্ষমতায় এলে সতীনের সঙ্গে ঘর করতে হবে "। এই ধরনের বানী প্রতিদিনই দিতাছেন। প্রতিদিন পেপারে তার বানী অবশ্যই পাওয়া যাবে।
Click This Link
বিগত যৌবনা মতিয়াও এখন উল্টাপাল্টা কইয়া ভোটার পাবলিকের দৃষ্টি আকর্ষন করার ধান্ধা করতাছেন! কিন্তু তার তো বেইল শ্যাষ!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।