মানবতাই ধর্ম !
ট্যারা মজনুকে ক্রসফায়ারে মারারর পর প্রেস কনফারেন্স করলাম একটা। প্রেস কনফারেন্সে ট্যারা মজনুর প্রতি সাংবাদিকদের সহানুভূতি দেখে রাগে মাথা গরম হয়ে গেছে। বাসায় ফিরে আমার স্ত্রীকে বললাম জলদি মাথায় পানি ঢালো। শালার মজনু নাকি নিরাপরাধ। আরে এর নামে থানায় কেস আছে থানায় চার-পাঁচটা ।
আরো কত শত ইনভিসিবল কেস তার স্টেশন আছে নাকি! আমার সাথে বিটলামি! ঢালো মাথায় পানি ঢালো। রাতে ঘুমানোর আগে তিন পেগ ‘লাল পানি’ খায়া তবেই ঘুমালাম। পরদিন সকালে ডাইরেক্ট আইজি স্যারের ফোন-“তুমি তো কাজটা ঠিক করলে না শফিক। ট্যারা মজনুকে মারতে গিয়ে মেরে ফেলেছ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে। ” শুনে তো আমার গলা শুকিয়ে গেল।
শেষ পর্যন্ত মানবাধিকার সংস্থা আর সাংবাদিকগুলা স্যারকেও উল্টা-পাল্টা বুঝিয়ে দিল। স্যারকে এখন ক্যামনে বুঝাই যে ঐ পোলা আসলেই মজনু ছিল। বুঝলাম এখন বেশী কথা বললেই বিপদ। দেখি একটা স্ট্র্যাটেজ নিয়া। বললাম- আসলে স্যার ব্যাপারটা হয়েছে কী আমি স্যার মিস ইনফর্মড হয়েছি।
আমার সারা শরীর দিয়ে দরদরিয়ে ঘাম পড়ছে। এইরকম নার্ভাস শুধু ছিলাম জীবনের প্রথম ক্রসফায়ারে। আমার বস কাজটার পর বললেন এখন একটু ড্রিঙ্ক কর শফিক সব ঠিক হয়ে যাবে। সেই থেকে আমার টুকটাক ড্রিঙ্ক করার অভ্যাস। ওপাশ থেকে অপেক্ষা করছি আইজি স্যার কী বলেন তার জন্য।
স্যার কয়েক সেকেন্ড সময় নিলেন, তারপর বললেন-“তুমি এভাবে কাজ করলে তো তোমাকে ট্রান্সফার করতে হবে। তোমাকে ক্লোজ করার জন্য চাপ আসছে নানা জায়গা থেকে। আমার ছোটভাইয়ের বন্ধু না হলে তোমাকে আমি সত্যিই ট্রান্সফার করে দিতাম। ব্যাপারটা একটু সিরিয়াসলি দেখো, রাখলাম। ” আমি হাফ ছেড়ে বাঁচলাম।
যাক ভালো,স্যার ট্রান্সফার করবেন না,ক্লোজ করলে করুক। ঐটারে সামাল দেয়া যাবে পরে। সহজভাবে এই থানায় আসি নাই আমি,আমারে ট্রান্সফার করা এতোই সহজ! পুরা ক্যাশ বিশ লাখ টাকা দিয়া তবেই ঢাকার বাইরে থেকে এই থানায় জয়েন করছি। আইজি স্যারের ছোটভাই আমার ক্লোজ ফ্রেণ্ড তাতেই না একটু কমায় রাখলেন উঁনারা। আমি বুঝলাম না একটা সন্ত্রাসীকে মেরে ফেলার জন্য মানুষ এত হাউকাউ করে ক্যান।
তুই ব্যাটা ক্যামনে বুঝস ঐ পোলা মজনু না লায়লা। ভাল মানুষের ছল ধইরা কত পাবলিক আকাম-কুকাম করে। কাজটা কিভাবে সামাল দেয়া যায় ভাবতে ভাবতেই এক সাংবাদিকের ফোন-“শুনলাম আপনাকে নাকি সাময়িক বরখাস্ত করা হচ্ছে? আপনি কি আপনার অপরাধ স্বীকার করছেন? আপনার প্রতিক্রিয়া?” রাগে মোবাইল বন্ধই করে দিলাম। বাইনচোতটার সাহস কতো বড়, আমার সাথে ত্যাদড়ামি! অফিসে গিয়েই অর্ডার দিলাম- নো সাংবাদিক,কাউরে এলাউ করবা না। আমার মিরপুর এলাকায় ইনফর্মার আছে পাঁচটা।
সবগুলাই বিটলা। ফোন লাগাইলাম মানিকরে, ‘ডাইলের’ বিজনেস করে সে। আমি তার কাছ থেকে কোন বখরা নেই না। রেগুলার খালি ইনফর্মেশন জানতে চাই। কোন সপ্তাহে ইনফর্মেশন না দিলে শাস্তি,বখরার রেট ডাবল কইরা উশুল।
ফোন দিয়া তারে আসতে বললাম। আসলে দিলাম টাইট দিয়া- “ঐ ব্যাটা তুই ট্যারা মজনুর কাছ থিক্যা আরো তিরিশ লাখ আইন্যা দিবি, ভাবছিলাম তো কেউ জানব না। ব্যাটা কবি না যে ঐ পোলা ইনভার্সিটিতে পড়ে। কইছিলাম তরে ছোট-খাট এলাকার মাস্তান একটারে মাইরা ফালাই,তোর উপর ভরসা কইরা করছি ভুল। শোন, কেস হইলে সাক্ষী দিবি ওই পোলা তোর কাছ থিকা ডাইল খাইত,রেগুলার কাস্টমার আছিল।
তোর কাছে চান্দাও চাইছে। নিজেরে পরিচয় দিছে ট্যারা মজনু কয়া। তুই তো চিনস আমারে, এখন পর্যন্ত ক্রসফায়ার করছি সাতাইশটা। মানিক আমার থ্রেট খায়া ভাগল। এইবার ফোন লাগাইলাম মানিকের এলাকার রিপনরে।
বললাম মানিকের উপর নজর রাখতে,উনিশ-বিশ হইলে যেন আমাকে জানায়। চা এক কাপ খায়া এইবার ফোন দিলাম লিঙ্কন ওরফে মৃত ট্যারা মজনুর বাসায়। আসল মজনু তো থাকে ইন্ডিয়ায়। বেনামে একটা থ্রেট দিয়া রাইখা দিলাম। মনে একটু শান্তি পাইলাম।
এইবার দেখি আমারে কে ট্রান্সফার করে আর কে ক্লোজ করে। তবে তার আগে ‘মিষ্টি’ নিয়া যাব মন্ত্রী মহোদয়ের কাছে।
[উপরের গল্পটির সাথে কেউ নিজের মিল পেলে তা নেহাতই কাকতাল মাত্র। উপরের সকল চরিত্র কাল্পনিক এবং কল্পনাপ্রসূত]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।