আমাদের কথা খুঁজে নিন

   

দুধে-ভাতে কৃতঘ্ন লালন



জন্মদিনে উড়ে গেছে কবুতর বাক বাকুম ধ্বনিতে জোয়ারে ঘর দুলিতেছে ঢেউয়ের তালে। নদীর স্রোতে ক্ষয় হচ্ছে তীরের বালুকণা, ছুটছে অজানা গন্তব্যে বাতাসে উড়ে যায় ধুলিকণা অতঃপর পাহাড়ের পাদদেশে গুহায় বসবাস। নীড় খুজে ফেরে দোয়েল কাকের বাসায় কোকিলের ছানা দুধে-ভাতে কৃতঘ্ন লালন অস্তিত্ব ভুলে পরগাছায় ভরসা যে আস্ত আমারি কৃপায় তাকে নিয়ে যত কল্পকথা সহস্র কর্ম ব্যস্ততা । (০৮.০২.২০১০, রাত-১ টা, ১৪২, ম.ভা. হল, জাবি)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।