আমাদের কথা খুঁজে নিন

   

কটি এয়ারপোর্ট এবং শেষ যাত্রা

লেখার চেয়ে পড়তে বেশি ভালোবাসি...

তোমার কালো চোখের কামুক চাহনি আমার স্বপ্ন গুলো ক্রমশ গ্রাস করে যাচ্ছিল আমি তখনো বুঝতে পারিনি। আমি তোমার চোখে দেখেছিলাম শুধু একটা বাতিঘর। গভীর সমুদ্রে বাতিঘর দেখে নাবিক খুঁজে পায় তার সঠিক সীমানা। তেমনি আমি তোমার মাঝে খুঁজে নিতে চেয়েছিলাম ভালবাসার নিখাদ সুখ। তোমার ভালবাসার উল্টো পিঠের কষ্টের লোমহর্ষক শব্দ শুল, কলমের ছোঁয়ায় কাগজের বুকে নাইবা ঘটুক গর্ভপাত। তবু ও এইটুক বলি আমার নগ্ন হৃদয়ে তোমার পায়েলের ঝনক ঝনক শব্দে বিষাদ ভরা লোহিত স্রোত বয়ে চলে সাগর থেকে মহাসাগরে; আমাকে কবর দিও সেই এয়ারপোর্ট এর ঠিক পাশেই দিও কিন্তু...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।