আমাদের কথা খুঁজে নিন

   

Sign-Up/Sign-In

আমার দেশ আমার গর্ব আমার অহংকার.......

একদা তুমি আমার হৃদয়ের Web এ করেছিলে Sign-up দু:খ কষ্ট ঝেড়ে ফেলে আনন্দের জোয়ারে নিজেকে ভাসিয়ে বেঁচেছিলাম ছেড়ে হাফ। । হাজানো গান কবিতা funny video, Picture করেছিলাম upload-download সারাদিন ব্যস্ত থাকা তোমায় নিয়ে অলওয়েজ ভাল থাকতো আমার mode । । মিনিটে মিনিটে send হতো sms আর chating বুঝতেই পারিনি কখন তুমি আমার হৃদয়ের সর্বস্ব করেছিলে hacking ।

। অকস্মাৎ কি হলো জানি না আমার hard-disk-এ virus করল আক্রমণ off-line-এ চলে গেলে ভেঙ্গে দিয়ে আমার মন । । সেই থেকে তুমি আমার থেকে হয়ে গেলে re-connect জানতেও পারলাম না আমার প্রতি কি ছিলো তোমার act । ।

এসব চিন্তা-ভাবনায় মাথা আমার হয়ে গেছে একেবারেই hang ধীরে ধীরে শূণ্যের কোটায় পৌঁছে যাচ্ছে আমার rank. । । ভাল লাগে না আমার কিছুই আর তুমিহীন খুজে ফিরি প্রতিদিনই প্রতি ক্ষনে আশায় বুক বাধি হঠাৎ করে যদি কর log-in.। । (কাল্পনিক)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।