আমাদের কথা খুঁজে নিন

   

আর পারছি না!!!!!!!!!

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

আরবীতে একটি কথা আছে ''الانتظار اشد من الموت" যার অর্থ হলো ''অপেক্ষা কখনো কখনো মৃত্যুর চেয়েও কঠিন''। ঠিক এখনই বুঝতে পারছি কেন আরবী ঐ বাক্যটি যুগে যুগে মানুষের মুখে মুখে বেঁচে আছে, কারণ দীর্ঘ ৫ঘন্টা ৪৪ মিনিট ধরে যার জন্য অপেক্ষা করছি তা যে এখনো পাইনি। যার জন্য আরো অপেক্ষা করাটা এখন আমার জন্য মৃত্যু সমতুল্য কঠিন হয়ে পরেছে। গতকাল রাতে হুসনি মোবারকের ঘোষণায় অনেক খুশি হয়েছিলম, কারণ ভেবেছিলা বিশাল গন্ডগোলের পর একটি সুন্দর সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে মিশর।

কিন্তু আজ বেলা তিনটার দিকে ঘটনার দৃশ্য সম্পুর্ন পাল্টে যায়। হুসনি মোবারকের মাথায় কি ঢুকছে তা বুঝতে না পারলেও বেলা তিনটার দিকে বুঝতে পারছিলাম আজ ঝড় হতে যাচ্ছে। মরুর বুকের নিল নদ শুকিয়ে আজ আবার খরা লাগতে যাচ্ছে নিল নদের তীরের অতি রুমান্চিত এলাকা তাহরীর স্কোয়ারে। ভুমধ্যসাগরের ঢেও এবার সাগরের তীর পেরিয়ে উঠে আসতে যাচ্ছে সাজানো শহড় আলেকজান্ড্রিয়ায়। ২টার দিকে তাহরীর যেতে চেয়েও কেন যেন যাওয়া হয় নি।

ফলে চোখ রাখলাম আলজাজিরায়, চোখ রেখে তো খুন হওয়ার অবস্থা। প্রায় ২০ হাজার বিক্ষোভকারী বনাম প্রায় ১০ হাজার মোবারক বাহিনি, মাঝে মাত্র ২৫-৩০ হাত খালি জায়গা ও তিনটি পুলিশের খালি ট্রাক। ট্রাকের উপর দিয়ে বর্ষন হচ্ছে পাথরের বৃষ্টি। ধাওয়া পাল্টা ধাওয়া। ধাওয়া দিলেই বা কি হবে, পালাবার রাস্তা নেই কারোই।

এভাবেই চলছে দীর্ঘ পাঁচ ঘন্টা যাবৎ। এই যুদ্ধ চলছে এমন এক পয়েন্টে যার পাশেই রয়েছে মিশরের অমুল্যধন বিশ্বের অমুল্য সম্পদ, ''মিউজিয়াম অব ফেরাউন''। যেইখানে হাজার হাজার বছর ধরে বহণ করা ফেরাউনের লাশ রয়েছে রক্ষিত অবস্থায়। পরিস্থিতি যেই ভয়ন্কর পর্যায় পৌছেছে যে, যে কোন সময় আগুন ধরে সর্বনাশ হয়ে যেতে পারে ঐ সমস্ত মিশরীয় সভ্যতার নিদর্শন। ঘটনায় এ পর্যন্ত হাজার খানেক আহত হয়েছে নিহতও হয়েছে কয়েক জন।

হোয়াইট হাওজ, ইউরুপি ইউনিয়ন সহ সবাই মোবারককে সরে যেতে বললেও মোবারক সাহেবের কোন নড়াচড়া নেই। এই লাইভ হাংগামা দেখতে দেখতে অসহ্য হয়ে গিয়েছে, আর পারছি না। কখন শেষ হবে এই ধংসযজ্ঞ??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।