আমি আশা করবো..”তুমি আমাকে বুঝবে
আজ থেকে তারেক মাসুদ নির্মিত কিংবদন্তী চিত্রশিল্পী প্রয়াত এস এম সুলতানের জীবনী নিয়ে ‘আদম সুরত’-এর প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে বরেণ্য শিল্পীর জন্মস্থান নড়াইলে। আরো প্রদর্শিত হবে তারেক মাসুদ নির্মিত সর্বশেষ চলচ্চিত্র ‘রানওয়ে’।
আজ ৩ তারিখ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা ও সন্ধা ৬টায় ছবি দুটি প্রদর্শিত হবে। ‘শ্রুতিচিত্র’ আয়োজিত এই প্রদর্শনীতে বিশেষভাবে সহযোগিতা করবে নড়াইল শিল্পকলা একাডেমী ও স্থানীয় সম্মিলিত সাংস্কৃতিক জোট। ছবি প্রদর্শনীর পাশাপাশি ‘সিনেমা হল বাঁচাও’ শীর্ষক মতবিনিময় সভারও আয়োজন করা হয়েছে।
এই আয়োজন প্রসঙ্গে তারেক মাসুদ জানিয়েছেন, ‘নড়াইলে সর্বশেষ ‘আদম সুরত’-এর প্রদর্শনী করা হয়েছিলো এস এম সুলতান জীবিত থাকতে। ১৯৯১ সালে সুলতান মেলায় ছবিটি দেখানো হয়েছিলো। এরপর গত দুই দশকে ছবিটি আর কোথাও প্রদর্শন করা হয়নি। এখন ছবিটিকে পুনরায় ডিজিটাল মাস্টারিং করে প্রদর্শন করা হচ্ছে। ’
তারেক মাসুদ আরো জানিয়েছেন, ‘নড়াইল শিল্পকলা মিলনায়তনে ‘আদম সুরত’ ও রানওয়ের প্রদর্শনী শেষ করে আমরা সুলতানের গ্রামের বাড়ি যাবো।
সেখানেও এই ছবি দুটির উন্মুক্ত প্রদর্শনী করার ইচ্ছা আছে। যদি তা সম্ভব হয় তাহলে সেটা হবে একটা যুগান্তকারী ঘটনা। ’
তথ্য সূত্র : বিডিনিউজ২৪.কম
বরেণ্য শিল্পীর জন্মস্থান নড়াইলের একজন নাগরিক হিসেবে আপনাদের সকলকে আমণ্ত্রন জানাচ্ছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।