লিখছি আমি যা মনে চায় । কারো ভালো না লাগলে কি আসে যায়।
যখন আমি থাকবো না।
কেউ আমাকে মনে করবে....
অথবা মনে করবে না কেউ ।
সবাই ভুলে যাবে.....।
যখন আমি থাকবো না....
তখন কেউ কাদঁবে, অথবা কাদঁবে না কেউ,হাসবে সবাই ।
যখন আমি থাকবো না তখন হয়তো আকাশ ভেঙে বৃষ্টি হবে...
অথবা থাকবে কাঠফাঁটা রোদ ।
আমার শবযাত্রায় হয়তো আসবে সবাই..
অথবা আসবে না কেউ ।
যখন আমি থাকবো না হয়তো বদলে যাবে সবাই...
অথবা বদলাবে না কোনো কিছুই ।
যখন আমি থাকবো না, আমায় তুমি খুজঁবে....
অথবা খুজঁবে না কখনই...।
আমার কথা স্মৃতি হয়ে মনে পরবে...
অথবা পরবে না কখনই ।
যখন আমি থকবো না, আমায় ভালোবাসবে তুমি...
অথবা ভালোবাসবে না, যেমন ভালোবাসনি কখনই ।
যখন আমি থকবো না,তখন আমার লেখায় কেউ খুজবেআমার প্রতিচ্ছবি..
অথবা খুজবে না যেমন খুজেনি কখনই ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।