প্রতিটি ক্ষেত্রে ভালো চিন্তা ও সেই সাথে ভালো কাজ করা উচিত। সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ করা উচিত।
মানুষ যতই একে অন্যের সাথে পরিচিত হয়, আলাপচারিতা চালায়, এক সাথে ভ্রমন করে, ততই তারা একে অন্যের প্রতি আবেগময়ি হয়ে ওঠে। তাদের অন্তরে এক মিষ্টি ভালোবাসার জন্ম নেয়। তেমনি একটি ভালোবাসার কেন্দ্রবিন্দু হলো সামু ব্লগারদের ফটোওয়াক।
আমি ব্লগে নতুন। তাই এই পর্যন্ত ৩টি ফটোওয়াকে অংশ গ্রহন করেছি। এটা ছিলো আমার তৃতীয় ফটোওয়াক। মূল উদ্যোক্তা ছিলেন ক্যামেরাম্যান আংকেল। আমরা মোট ৮ জন এই ফটোওয়াকে অংশ নেই।
আমাদের সাথে ছিলো-ক্যামেরাম্যান, কালপুরুষ, রাষ্ট্রপ্রধান, সৌম্য, হানী, মো: আরিফ রায়হান মাহি ও রুদ্রনীল।
আমি মোটেও কোনো ভালো ফটোগ্রাফার না। তবুও ভালোবাসি ছবি তুলতে এবং তা অন্যের সাথে শেয়ার করতে।
সজারু
জলহস্তি
বাদুর
হরিন
বিদেশী গরু
লেকগুলোতে বাঁধা ছিলো নৌকাগুলো
কাঠাল পাতা (দেখতে পাখির মতো)
জাতীয় ফুল শাপলা
পাতাগুলো দেখতে কলা পাতার মত হলেও এটা কিন্তু কলা গাছ না
পেলিক্যান
ময়ুর (ভারতের জাতীয় পাখি)
হরিন,জিরাফ,জেব্রা
নোনা পানির কুমির
বক (এক পায়ে দারিয়ে)
মুগ্ধকরা কিছু প্রকৃতির সৌন্দর্য
ধন্যবাদ। সাথে থাকুন সবসময়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।