আমাদের কথা খুঁজে নিন

   

খুব বেশি অন্যায় ৩

বসে আছি পথ চেয়ে ফাগুনের গান গেয়ে যত ভাবি ভুলে যাব মন মানেনা .....মন মানে না

আমার সাথে তাদের পরিবারের খুব ভালো সম্পর্ক। তার স্ত্রী আমাকে তার ছোটো বোনের মতই দেখে। এবং তাকে আমি দেখলাম সবচেয়ে নিরিহ মানুষ। কারো সাথে কোনো ঝামেলা নাই। কারো সাথে কোনো বিবাদ নাই।

সবচেয়ে ভাল জিনিষ হল উনি সবকিছুই পজিটিভলি দেখেন। সুন্দরী, সংস্কৃতিমনা মহিলা। মানে সবাই যেমন মেয়ে তার জীবনে কামনা করে উনি তেমনি। তার সন্তানদের সাথেও আমার ভাল সম্পর্ক। তারা আমার ভক্তকূলের ২ জন।

একসাথে আমরা মজা করি ঘুড়ে বেড়াই। কিন্তু কি হল একদিন। তার স্ত্রী সব বেপার বুঝে গেল। যে কেউ এই পরিস্থিতিতে নিজেকে সামলাতে পারবেনা। উনি পারলেন।

ঠান্ডা হয়ে জানিয়ে দিলেন উনার কিছু বলার নেই। যেহেতু স্বামী ছাড়া উনার যাওয়ার কোনো জায়গা নেই তাই উনি কিছুই বলবেন না। বাকি টুকু উনি আমাদের উপরে ছেড়ে দিলেন। কি করব এই অবস্থায়? নিজেকে অপরাধী চরম অপরাধী মনে হচ্ছে। রাস্তায় পড়ে মরে যেতে ইচ্ছে হচ্ছে।

কি করলাম আমি এটা? একজন বাজে মহিলার স্বামী হলে একটা কথা ছিল। মহিলার গুষ্টি নাশ করে নিজেদের অন্যায়ের পক্ষে সাফাই গাইতে পারতাম। কিন্তু এখন কি করব? নিজেকে ছোটো করলাম। কেনো একজনের সংসারে এমন অশান্তির আগুন সৃষ্টি করলাম? উনাদের সংসারের হাশিখুশি শান্তি কোথায় যেন চলে গেল। কি যেন হারিয়ে গেল।

আমি বুঝলাম সংসারের বিশ্বাসের ভিত্তি দূর্বল হয়ে গেছে। কম্প্রোমাইজ করে বেচে থাকার জীবন শুরু হয়েছে তাদের। নিজের উপর ঘৃণা হতে থাকলো। ওর বাচ্চাদের কাছে নিজেকে জন্মের অপরাধী মনে হল। ওরা আমাকে কিভাবে ক্ষমা করবে? ক্ষমা কি আদৌ করা উচিত? ভাবলাম ওর থেকে দূরে চলে যাব।

কিন্তু মন মানেনা। প্রচন্ড কান্না পাচ্ছে। আমার কাছ থেকে কেউ কিছু ছিনিয়ে নেয়নি বরং আমি গোপনে আরেকজনের অধিকার হরণে ব্যস্ত। আমাকে সরে যেতে হবে। প্রকৃতির নিয়ম সমাজের নিয়ম সে কথাই বলে।

কিন্তু আমি সরে যেতে পারছিনা। কোথায় যেন বাধা কোথায় যেন অকৃ্ত্রিম একটা টান..একটা মোহ যা আমাকে দূরে যেতে দিচ্ছেনা। সংসারে মন দেয়ার চেষ্টা করলাম। তাকে ছাড়া দিনগুলো স্বাদহীন মনে হোলো। ভাল লাগেনা কিছু ভাল লাগেনা।

দিনে দিনে সাইকো হয়ে যাচ্ছি বুঝতে পারলাম। মন অন্যকাজে ব্যস্ত রাখার জন্য কতকিছু করলাম। তবু কিছুতেই তাকে ভুলতে পারিনা। তারপর ভয়াবহ রাস্তায় পা বাড়ালাম...হয়ত বুঝতে পারছেন কি হতে পারে সেই ভয়াব হ রাস্তা। তবে সেখান থেকে একদিন সে ই আমাকে ফিরিয়ে নিয়ে এল।

কিভাবে এর পরও তাকে আমি ভোলার চেষ্টা করতে পারি? কি করে সম্ভব? এই ভাল মন্দের দোটানায় চলতে লাগলো আমার জীবন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।