রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে চুরির প্রায় এক মাসের ব্যবধানে সূত্রাপুরে লক্ষ্মীবাজারে একটি কালী মন্দিরে চুরি হয়েছে।
মঙ্গলবার রাতের কোনো এক সময়ে হৃষিকেশ দাস রোডের কদমতলা কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক বাবুল দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাধারণত মন্দিরে কিছু স্বর্ণ ও প্রণামী বাক্সে কিছু নগদ টাকা থাকে। তবে কি পরিমাণ মালামাল খোয়া গেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান তিনি।
বাবুল দেবনাথ বলেন, "একটি চক্র মন্দিরগুলোতে চুরির ঘটনা ঘটিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। "
সূত্রাপুর থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ জানায়নি মন্দির কর্তৃপক্ষ।
এর আগে গত ৮ জানুয়ারি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরেও চুরির ঘটনা ঘটে। সে সময় ওই মন্দির থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণ ও প্রণামীর প্রায় সাড়ে ৪ লাখ টাকা চুরি হয়।
এ নিয়ে গত দুই মাসে রাজধানী ঢাকা ও তার আশপাশে কমপক্ষে ২৩টি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।
যা থেকে অতি সহজেই বুঝা যায় আমাদের দেশের চোরদের কাছে সয়ং ভগবানো অসহায়
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।