সে এক পাথর আছে কেবলই লাবণ্য ধরে ...
চোখ দিয়ে লিখেছি শব্দাবলী , ঠোঁটের কি সাধ্য তাকে পড়ে ,
যখন আমি তোমার জন্য অন্ধ ডাহুক সেজে পথে , পথ আমায় ডাকে
অহর্ণিশ ভালোবাসায় , আমার মূর্খতায় হাসে ,
আমি তাকে জোনাকীর গল্প শোনায় , মেঝের সুতোয় ,
ছেঁড়া রংধনু আঁকার গল্প বলি ।
আমাদের সবারই গল্প থাকে , কিছু না বলা শব্দ আমরা ,
সবাই বহন করি সযত্নে বুকপকেটে , এবং
দিনশেষে ক্লান্ত ঠোঁটের সিগ্রেটে খুঁজি বেঁচে থাকার আনন্দ , বলি
সুখে আছি , ভাই - এতটা সুখে ছিলাম না কখনোই ..
কখনোই এতোটা খালি লাগে নি খাঁচা - যেন ডাহুক উড়ে গেছে অন্ধকারে ।
বাবুই-মমতায় লিখেছি অশ্রুমালা , ঝর্ণার সাধ্য নেই তাতে ,
তো কি হয়েছে ? আমাদের কি সংগম নেই , নেই লেহনের মুখ ?
আমরা কি এতোটাই জড়বস্তু ... এসো ভোগ করি , এসো কোন জ্বালামুখে
দু'হাত মেলে দাড়িয়ে খুজি ভালোবাসা ।
পথ আমার দিকে তাকিয়ে হেসে ফেলে অবহেলায় , আমি তুচ্ছ
তক্ষক হয়ে বারবার ছুটে যাই তার দিকে - জোনাকীর নিষ্ফল আক্রোশে
মাথা কুটে যাই তার বিক্ষত বুকের দিকে । আমার দিকে
চোখ বড় বড় করে তাকিয়ে থাকে একসার ট্যাঙ্কের কালো দাগ ।
আকাশ যখন আঁধার হয়ে আসে , যখন লোনা দাহ ক্ষরিত হয় বিনিদ্র অক্ষরে ,
হেসে বলি ,চোখ দিয়ে লিখেছি শব্দাবলী , ঠোঁটের কি সাধ্য তাকে পড়ে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।