আমাদের কথা খুঁজে নিন

   

কি হবে? কয়েকদিন পর সব কিছু ভুলে যাব। তাই না?



মেয়েটির(১৪ বছরের হেনা) জন্য কারও মায়া হলো না! যদিও লিংক দিলাম তার পরও কিছু ঊল্লেখ করি , "আটক হওয়া ইমাম মফিজ উদ্দিন বলেন, ‘দোররা মারার রায় ঘোষণা করেছেন বিচারকেরা। উপস্থিত অন্যরা তা বাস্তবায়ন করেছেন। তবে সালিসকারীরা আমাদের সঙ্গে পরামর্শ করেছিলেন। আমরা বলেছি, ইসলামবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে ছেলে ও মেয়ে উভয়কেই শাস্তি পেতে হবে।’" ওই ইমাম বেটারে জিগ্যেস করুন যে ইসলাম এর ন্যায় বিচার এর কতটুকু এই খানে প্রয়োগ করেছে? বেটারা নামে মাত্র ইমাম! সমাজের তথাকতিত বিচারকদের যা ইচ্ছা ছিল সে সেটাতেই হা বলেছে। বেটারা এইভাবেই মোল্লাগিরির দূর্ণাম ছড়াইছে। পৃথিবীর সবচাইতে ভাল জীবন ব্যবস্থা এইসব ফতোয়াবাজদের দৌলতে ঘৃণার পাগড়ি পরেছে! কে বাঁচাবে সমাজ, ধর্ম ও বাংলাদেশ?! দেহের কোথাও টিউমার হলে ডাক্তার অপারেশন করে তার চিকিৎসা করেন, কিন্তু আমাদের এই সব টিউমারের কি হবে? এইবার আসুন আরেকটা খবরের দিকে নজর দিইঃ 15 Years Innocent Bangladeshi Girl Felani Killed by Aggressive Indian Border Security Force (BSF) এই বছরের শুরুতে আমাদের পাশের দেশের নির্মম পাশবিকতার কথায় আমাদের গা ঝলসে গিয়েছিল! তাই না!? ১৫ বছরের মেয়ে+ সীমানার কাঁটাতাঁর + রাইফেলের গুলি = মৃত্যু > বাঁশের মধ্যে বেঁধে, ঝুলিয়ে নিয়ে যাওয়া আর মানবতার বিনাশ। মেয়েটির মৃত্যুতে সবাই দাঁত কামড়াইছে কিছু করার জন্য! কিন্তু পরাক্রমশলি পররাষ্ট্র ণীতির কাছে আমাদের নখ কামড়ানী ছাড়া কিছু করা হয় নাই! ২১দিন পর, এইবার ১৪ বছরের মেয়ে + রেপ+সামাজিক অত্যাচার = মৃত্যু! এবং ইহা আমাদের দেশের মাটিতেই। এইবার কি হবে? পুলিশ তদন্ত আর সাংবাদিকের কয়েকদিনের দাঁড়ালো কলমের খোঁচা, তারপর শেষ! নাকি এই সব হায়েনাদের সঠিক বিনাশ? কে করবে? কতদিনে হবে? কেন এইসব বিচার চোখের পানি শুকানোর আগে করা যায় না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।