আমাদের কথা খুঁজে নিন

   

রক দুনিয়ায় ইয়েলোকার্ড

জাবেদ ইকবাল। ছোটকা থেকেই লেখালেখি তার এক ধরণের বদ অভ্যাসে পরিণত হয়।
ইয়েলোকার্ড—ছয় বন্ধু মিলে ১৯৯৭ সালে গড়ে তোলা যুক্তরাষ্ট্রের রক ব্যান্ড। আমেরিকা ও ইউরোপে এই সময়ের রক সংগীতপ্রিয় শ্রোতাদের কাছে তুমুল জনপ্রিয় একটি ব্যান্ড। আগামী মার্চে বাজারে আসছে ইয়েলোকার্ডের সপ্তম অ্যালবাম হোয়েন ইউ আর থ্রো থিংকিং, সে ইয়েস।

এরই মধ্যে অ্যালবামের ‘ফর ইউ অ্যান্ড ইউর ডেনিয়েল’ গানটি মার্কিন এফএম রেডিওতে প্রচারের কয়েক ঘণ্টার মধ্যেই পেয়েছে তুমুল জনপ্রিয়তা এবং রকসংগীতের ইতিহাসের পাতায় নতুন রেকর্ডও সৃষ্টি করেছে। রক ও পপ ধাঁচের এ অ্যালবামটি নিয়ে দলের মূল ভোকাল রায়ান খুবই আশাবাদী। তিনি আশা করেন, অ্যালবামটি শ্রোতামহলে বেশ সাড়া ফেলবে। এখন ব্যান্ডের মোট সদস্য পাঁচ। ভোকাল—রায়ান কি, গিটার—রায়ান মেন্ডিস, বেইৎ—পিটার মোসলে, ড্রামস—পারসোন আর ভায়োলিন—সিন মার্কিন।

প্রতিষ্ঠার প্রথম বছরেই বের হয় প্রথম অ্যালবাম মিডগেট টসিং। এরপর ১৯৯৯ সালে হয়ার উই স্ট্যান্ড এবং ২০০১ সালে ওয়ান ফর দ্য কিডস্ প্রকাশিত হলেও কোনো অ্যালবামই শ্রোতাদের আকর্ষণ করতে পারেনি। অনেকটা হতাশা নিয়েই তখন দল থেকে বেরিয়ে যান কিছু সদস্য। তাঁদের আবার একত্র করতে তখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রায়ান কি। ২০০৩ সালে বের হওয়া ‘অনলি ওয়ান’ ছিল ইয়েলোকার্ডের টার্নিং পয়েন্ট গান।

তুমুল ঝড় তোলে গানটি। রাতারাতি ৎনপ্রিয় ব্যান্ডে পরিণত হয় ইয়েলোকার্ড। গানটি পরে তাদের চতুর্থ অ্যালবাম ওশান এভিনিউতে স্থান পায়। ২০০৬ সালে প্রকাশিত হয় ইয়েলোকার্ডের পঞ্চম অ্যালবাম লাইটস অ্যান্ড সাউন্ড। অ্যালবামটি বিলবোর্ড টপ ২০০ অ্যালবামের মধ্যে পঞ্চম স্থান এবং অস্ট্রেলিয়া, নিউৎিল্যান্ড, ইউকেসহ অনেক দেশের টপ চার্টে ৎায়গা করে নেয়।

পাশাপাশি অ্যালবামটি মার্কিন রকসংগীতের হিসাব-নিকাশ ঘুরিয়ে দেয়। ঠিক এক বছর পর, ২০০৭ সালে, প্রকাশিত হয় ব্যান্ডের ষষ্ঠ অ্যালবাম পেপার ওয়ালস। এই অ্যালবামের ‘লাইট আপ দ্য স্কাই’ গানটি যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে ব্যাপক ৎনপ্রিয়তা পায় এবং বছর শেষে বিলবোর্ড হট হানড্রেড গানের ৩২ নম্বর স্থানটি দখল করে নেয়। ধীরে ধীরে দর্শকদের প্রথম পছন্দের তালিকায় উঠে আসছে ইয়েলোকার্ড। জাবেদ ইকবাল, তথ্যসূত্র: ওয়েবসাইট [২৭.০১.২০১১ প্রথম আলো আনন্দ পাতার জন্য লিখিত।

] Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।