আমাদের কথা খুঁজে নিন

   

আজ শুরু হচ্ছে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষাঃ অংশ নিচ্ছে মোট ১৩ লাখ ১৫ হাজার ২ জন শিক্ষার্থী

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি
আজ শুরু হচ্ছে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৩ লাখ ১৫ হাজার ২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে, যা গত বছরের চেয়ে ১ লাখ ৮ হাজার ৯৮৩ জন বেশি। নিম্মমাধ্যমিকে ড্রপ আউট রেট কমার কারণেই এ বছরের পরীক্ষায় ১ লাখ ৮ হাজার ৯৮৩ জন শিক্ষার্থী বেশি অংশ নিচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে গত বছরের চেয়ে ১৩৭টি কেন্দ্র বৃদ্ধি করা হয়েছে। আটটি সাধারণ শিক্ষা বোর্ড ও দুটি বিশেষায়িত (মাদ্রাসা ও কারিগরি) বোর্ডের অধীনে এ পরীক্ষা গ্রহণ করা হবে।

এবার ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৮ হাজার ৯৮, রাজশাহী বোর্ডের পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৬৮৮, কুমিল্ল বোর্ডের পরীক্ষার্থী ১ লাখ ১৬ হাজার ৪০০, যশোর বোর্ডের পরীক্ষার্থী ১ লাখ ৩০ হাজার ৬৩৮, দিনাজপুর বোর্ডে ১ লাখ ২৫ হাজার ৯২২, চট্টগ্রাম বোর্ডে ৭৬ হাজার ৯৫৯, বরিশাল বোর্ডে ৬১ হাজার ৮২৮ এবং সিলেট বোর্ডে ৪৮ হাজার ৫২৭ জন। এছাড়াও মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ২ লাখ ৩৯ হাজার ৭১১ এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৮৩ হাজার ৪৩১ জন পরীক্ষার্থী আগামীকালের পরীক্ষায় অংশ নিচ্ছে। এ বছর ২ হাজার ১৮১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার পরীক্ষার সময়ে চলবে বিশ্বকাপ ক্রিকেট। তাই এ বছরের পরীক্ষার রুটিন সাজানো হয়েছে পরীক্ষার্থীদের বিশ্বকাপ ক্রিকেট দেখার সুযোগ রেখে।

বাংলাদেশের ভেন্যুতে অনুষ্ঠিত খেলার দিন ও পরদিন কোন পরীক্ষা রাখা হয়নি। ফলে এসএসসি পরীক্ষা শেষ হতে সময় লাগবে ৩৮ দিন। প্রসঙ্গত, এ বছরই বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক দেশের সারিতে নিজেদের নাম অন্তর্ভুক্ত করছে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।