আমি অনেক কিছু সাহস করে বলতে চেয় ও বলতে পারি না যখন দেখি আমার পাশের মানুষ গুলো পিছু হটে যায়... যখন দেখি সবাই নিজেকে নিয়ে অনেক বেশি ভাবে,তাই আমি ও কিছু বলতে চাই আমার প্রিয় ব্লগে... সজোরে আওয়াজ তুলতে চাই আমার ভালো লাগা লেখনি দিয়ে
আমি ২০১২ সালের ১৮ ই অক্টোবরে ‡‡ পেন্সিল নিয়ে “শিল্প কর্ম” ‡‡ নামক একটি পোস্ট দিয়েছিলাম যেটা ছিল শুধুমাত্র ছবি নিরভর । আমাদের অনেক ব্লগার ভাই বোনেরা আসলে এই শিল্প কর্ম সম্পরকে জানতে চেয়েছিল, আমি অনেক দিন ধরে একটি পোস্ট দিব দিব করে সময় ই পাচ্ছিলাম না আজ পোস্ট দেবার জন্য বসলাম । এই বিষয়ের ওপর সামগ্রিক আলোচনা সহ ।
আসুন প্রথমে জেনে নেই পেন্সিল নিয়ে “শিল্প কর্ম যিনি করেছেন তার সম্পরকে -
তার নাম হলো –“ Dalton Ghetti”। তার জন্ম ব্রাজিলে কিন্তু ১৯৮৫ সালে যখন তার ২৪ বছর ছিল তখন তিনি আমেরিকাতে চলে আসেন ।
মুলত তিনি একজন Architecture কিন্তু নিতান্তই শখের বশে এই পেন্সিল নিয়ে “শিল্প কর্ম শুরু করেন ।
আসুন শিল্পীর একটা ছবি দেখি ।
এমন অনেক শিল্পী আছেন যারা তাদের শিল্প কর্ম গুলো কে আরো সুন্দর করতে পেন্সিলের ব্যবহার করেছেন কিন্তু ডেল্টন ই একমাত্র যিনি পেন্সিলের সুচারু মাথাকে কাজে লাগিয়ে তৈরী করেছেন অতি আশ্চর্য সৃষ্টি । আসুন তার তৈরী কিছু শিল্প দেখি -
তার জীবন সম্পরকে আরো জানতে দেখুন এখানে –
http://www.daltonmghetti.com/biography.asp
তার শিল্প কর্ম গুলো অনলাইন থেকে কিনতে চাইলে তার গ্যলারীতে গিয়ে ফোন করে অরডার ক র তে পারেন –
অনলাইন গ্যলারী - http://www.daltonmghetti.com/shop.asp
এই শিল্পীর শিল্পকর্ম সম্পরকিত ফেইস বুকে একটি পেইজ ও রয়েছে চাইলে লাইক দিতে পারেন – Click This Link
‡‡ পেন্সিল নিয়ে “শিল্প কর্ম” ‡‡ এর আমার প্রথম পোস্ট - Click This Link
** সমস্ত প্রকার তথ্য মেলা সম্পরকিত ওয়েব সাইট থেকে সংগ্রহিত , অনুবাদ করেছি আমি । সুতরাং কোন প্রকার শব্দ বা বাক্যে ভুল হলে তা ক্ষমা সুন্দর ভাবে দেখবেন ।
কারো কোন লেখা বা ব্লগের সহিত আংশিক মিলে গেলে আমি দুঃক্ষিত ।
স ক ল কে জানানোই আমার উদ্দেশ্য । অনেক ধন্যবাদ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।