আমাদের কথা খুঁজে নিন

   

IDM দিয়ে torrent ডাউনলোড করুন (27 টি screenshot সহ মেগা পোস্ট)

"আমি যাকেই ইসলামের দাওয়াত দিয়েছি, একমাত্র আবু বকর ছাড়া প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দ্বিধার ভাব লক্ষ্য করেছি" এই বিষয়ের উপর সামুতে বেশ কয়েকটা পোস্ট আছে, তবে আমি step by step এই পোস্টে স্ক্রীনশট সহ details বর্ণনা করেছি। নতুনদের অনেক কাজে লাগবে। অনেকেই ইচ্ছা থাকলেও torrent ডাউনলোড করতে পারেন না ডাউনলোড speed খুব কম থাকার কারণে। এবার IDM দিয়েই full speed এ আপনি টরেন্ট ডাউনলোড করতে পারবেন। একেবারে পানির মতো সহজ।

প্রথমে http://www.zbigz.com সাইটে যান। নিচের ছবির মতো ওয়েবপেজ আসবে। উপরের দিকে Sign up বাটনে ক্লিক করুন। ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে registration সম্পন্ন করুন। এবার Profile এ ক্লিক করলে নিচের মতো উইন্ডো আসবে।

এবার Notifications ট্যাবে ক্লিক করে ইমেইল নোটিফিকেশন বন্ধ করে রাখতে পারেন। এবার আপনি torrentz,pirate bay বা অন্য যেকোনো torrent সাইটে যান। আমি thepiratebay.se সাইটে ঢুকলাম। আমি টাইটানিক সিনেমা ডাউনলোড করবো। তাই সার্চবক্সে titanic লিখে এবং video লেখা বক্সে টিক চিহ্ন দিয়ে সার্চ দিলাম।

অনেকগুলা টরেন্ট আপনার সামনে show করবে। ডানপাশে উপরে SE এর উপর ক্লিক করুন। এবার যে যে torrent গুলার seed বেশি সেগুলো আগে চলে আসবে। seed যতো বেশি হবে সেই টরেন্ট তত বেশি বিশ্বাসযোগ্য। এবার আমি প্রথম টরেন্ট টি select করলাম।

torrent এর উপর ক্লিক করলে নিচের ছবির মতো আসবে। এবার GET THIS TORRENT লেখার উপর মাউস নিয়ে right ক্লিক করে magnet লিংকটি copy করুন। এবার আপনার zbigz অ্যাকাউন্টে গিয়ে উপরের বক্সে magnet লিংকটি paste করুন। paste করার পর Go বাটনে ক্লিক করুন। এখানে একটা কথা বলে রাখি।

অনেক সময় magnet লিংক এর পাশাপাশি টরেন্ট ফাইল ( .torrent এক্সটেনশন যুক্ত ফাইল) এর অপশন থাকতে পারে। আপনি চাইলে টরেন্ট ফাইলটি পিসিতে ডাউনলোড করে এরপর সেটি zbigz এ upload করেও Go বাটনে ক্লিক করতে পারেন। Free লেখায় ক্লিক করুন। দেখুন, টরেন্ট টি আপনার zbigz অ্যাকাউন্টে এসেছে। Load হতে একটু সময় লাগবে।

অপেক্ষা করুন। লোড সম্পন্ন হয়েছে। আপনি চাইলে ফাইলগুলোকে আলাদা আলাদা করে ডাউনলোড করতে পারেন, বা zip করেও ডাউনলোড করতে পারেন। আমি zip করে ডাউনলোড করবো। তাই zip বাটনে ক্লিক করলাম।

Free লেখায় ক্লিক করুন। IDM এর একটা উইন্ডো আসবে। Start Download এ ক্লিক করুন। ডাউনলোড শুরু হয়ে গেছে। লক্ষ করুন, ডাউনলোড টি resume সাপোর্ট করে।

অর্থাৎ আপনি pause করে আবার resume করতে পারবেন। তবে খুব বড় সাইজের ফাইল ডাউনলোড করার সময় pause না করাই better কারণ অনেক সময় দেখা যায় pause করার পরে সহজে resume হয় না, সেক্ষেত্রে বেশ ঝামেলা হয়। আপনার পিসিতে যদি IDM full ভার্সন না থাকে তাহলে এখানে ক্লিক করে দেখে নিন। অনেক কষ্ট করে সময় নিয়ে এই পোস্টটা লেখলাম। সবার কাজে লাগলেই খুব খুশি হবো।

সবাই ভালো থাকবেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।