আমাদের কথা খুঁজে নিন

   

প্রথমে অভিনেত্রী "বিন্দু" ,,, তারপর অভিনেতা আরেফিন শুভোর সাথে ধাক্কা খাওয়া ...... অতপর........

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :)

আজ বিকালে উত্তরা আজমপুরের সিটি ব্যাংক শাখায় গিয়েছিলাম টাকা উঠাতে ... যাবার সময় দেখলাম অভিনেত্রী "বিন্দু" রিক্সাতে বসে আছে আর এইটার শট নিচ্ছে ক্যামেরা ম্যান । বুঝলাম শুটিং চলছে ..। সাথে একটা ফ্রেন্ড ছিলো ,,,,,,, ও "বিন্দু"কে দেখে একটু ইভটিজিং মার্কা কথা বলতে শুরু করলো সেই তখন থেকে ....। কোন রকমে ওরে থামিয়ে ব্যাংকের কাজ সেরে বের হলাম । ওভার ব্রিজ পার হওয়ার সময় দেখলাম কয়েকজন লোক ওভার ব্রিজের ওপর ভিড় করে আছে । নিচে তখন নর্থ টাওয়ারের ওখান থেকে রাজলক্ষী মার্কেট পর্যন্ত বিরাট বড় এক যানজট..। আমার ফ্রেন্ড বলছে দেখ সুমন আজ মনে হয় তোমাদের এলাকার এই ভয়াবহ জানজটের খবর বি.বি.সি তে দেখানো হবে রাত ৮:০০ টার ইন্টারন্যাশনাল খবরে এই কথা শুনে আমি আবার কি যেন বলতে যাচ্ছি ,, ততক্ষণে আমি ওভার ব্রীজ থেকে নামার জন্য নিচের দিকের সিড়িতে পা রেখেছি ... ওমনি আমার থেকে এক হাত লম্বা একটা দানব আমার সাথে ধাক্কা খেল.. আমি তো রেগে গিয়ে বলে ফেললাম ...... "ঐ মিয়া কানা নাকি একটু দেখে চলতে পারেন না " এবার উনি বললেন সরি ভাই ,,,, কিছু মনে করবেন না ,,, গলার ভয়েজ শুনে তাকিয়ে দেখি "আরেফিন শুভ" দেখে মনে হলো আমার থেকেও প্রায় ১ হাত লম্বা (আমি ৫'৯") ... আমিও বললাম "ওকে ওকে নো প্রবলেম" .... বুঝলাম ওনার শুটিং চলছে ,,,,,, তারই একটা শট নেওয়ার জন্য ওনাকে ডিরেক্টর দ্রুত উপরে উঠতে বলেছেন .... যা হবার হলো ,,,, তবে ওনার সাথে খাজুরে আলাপ ও পাম প্রদান না করে আমি আর আমার ফ্রেন্ড চলে আসলাম ..। গোপন কারণ হলো "ওনাকে ঝাড়ি দিয়ে নিজেকে তখন ওনার থেকেও বড় তারকা মনে হচ্ছিলো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।