আমাদের কথা খুঁজে নিন

   

বিক্রয় ডট কমঃ অনলাইনে বিক্রয়ের নামে প্রতারকদের আড্ডাস্থল!!

আসুন,সরকারী কর্মচারীদের ঘুষগ্রহণসহ সকল দুর্নীতিবন্ধে সর্বাত্মক সহায়তা করি। কারন সরকারি কর্মচারীরা দেশপরিচালনার হাতিয়ার। তারা যদি না হয় দক্ষ ও সততার অধিকারী, আর্থ-সামাজিক উন্নয়ন এবং বাংণাদেশকে কল্যাণরাষ্ট্রে পরিণত করার কাজটি হবে সুদূরপরাহত।

বিক্রয় ডট কমে দোসরা আগস্টের একটি পেনড্রাইভ বিক্রয়ের বিজ্ঞাপন দেখে আমি বিজ্ঞাপনে দেয়া বাংলালিঙ্ক ফোন-০১৯২৯০২৮৯২০ নম্বরে বিক্রেতার সাথে কথা বলি। বিজ্ঞাপনে দেয়া তার নাম ছিলো শুভ।

বিজ্ঞাপনের স্ক্রিনশট দিলাম-- সে আমাকে তার অপর একটি এয়ারটেল নম্বর-০১৬১৬২৬৬০১৪ দিয়ে বলে এই নম্বরে ৭৫০/= এখনই বিকাশ করে পাঠালে বিকেল ৫টার মধ্যেই পেনড্রাইভ পেয়ে যাবেন। এরপর অই নম্বরে টাকা বিকাশ করে একই নম্বরে ফোন দিলে সে ধরে আমার বাসার ঠিকানা লিখে নিলো এবং বললো-বিকেল ৫টার মধ্যেই পেনড্রাইভ আপনার বাসায় পৌছে যাবে। ৫৫ সেকেন্ড কথা বলেছি আমি। অতঃপর ৫টার পরে দুটি নম্বরে ফোন দিলেই বারবার ফোন কেটে দেয়। একঘন্টা চেষ্টার পর বিফল হয়ে দুই নম্বরেই মামলার হুমকি দিয়ে মেসেজ দেয়ার পর বিকাশ নম্বর থেকে মেসেজ এলো যে, আমি এসব কিছু জানিনে, এটা বিকাশের দোকান।

পরে তার সাথে ফোনে কথা হলে সে জানায়, আমি ছিলাম না তবে আমার কর্মচারী এলে তাকে জিজ্ঞেস করে আপনাকে জানাবো। গতকাল ও আজ তার সাথে কথা হলে সে বলে, তার কর্মচারী আমার সাথে কথা বলেনি, যার কাছে টাকা পাঠাই সেই কথা বলেছে ইত্যাদি। কিন্তু প্রশ্ন হলো- বিকাশ নম্বর তো একজন বহিরাগত প্রতারক ব্যবহার করতেই পারেনা যদি না সে অই দোকানের কেউ হয়!! আর সে আমার ঠিকানাই বা চাবে কেনো পেনড্রাইভ পাঠানোর জন্য? তাহলে হয়ম কর্মচারীই প্রতারক না হয় অন্য প্রতারকের সাথে সে গাটছাড়া বেঁধে প্রতারণা করছে? কিন্তু বিক্রয় ডট কমে বিজ্ঞাপন বিষয়ে অভিযোগ থাকলে তা জানানোর জন্য অপশন আছে। সেখানে আমার নাম ঠিকানা ইমেইলসহ অভিযোগ করলে তারা কী জবাব দিলো দেখুন-- ''Customer Support (Bikroy.com) Aug 03 18:27 (BDT) সম্মানিত গ্রাহক , বিক্রয়ের কাস্টমার সাপোর্ট সার্ভিস ব্যবহার করার জন্য ধন্যবাদ । বিক্রয় শুধু মাত্র ক্রেতা - বিক্রেতার যোগাযোগ করার একটি মাধ্যম ।

আমরা তাদের লেনদেনের সাথে কোনো ভাবেই জড়িত থাকিনা । অনুগ্রহপূর্বক সঠিক ভাবে যাচাই করে চুক্তিটি চূড়ান্ত করুন । অনুগ্রহ করে অন্য কোনো সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই আমাদের জানাবেন । শুভ হোক আপনার দিন । শুভেচ্ছান্তে, Customer Support Team http://bikroy.com ‘Buy & Sell easily’ ‘কেনাবেচা করুন সহজেই বাংলাদেশে’ Shahalambadsha Aug 03 18:01 (BDT) Ad: Click This Link Reason: fraud Additional comment: জনাব, এই বিজ্ঞাপনওলা ৩২জিবি পেনড্রাইভের জন্য আজ সকালে আমার কাছ থেকে ০১৬১৬২৬৬০১৪ নম্বরে ৭৫০/= বিকাশের মাধ্যমে নেয় এবং আমার বাসা ৪/১০ (নিচতলা)হুমায়ুন রোড, মোহাম্মদপুর এর ঠিকানায় বিকাল ৫টার মধ্যেই পেনড্রাইভ পাঠাবে বলে জানায়।

কিন্তু বিকাল ৬টার দিকে তার উভয় ফোনে ফোন দিলে বারবার ফোন কেটে দিচ্ছে। ফলে প্রতারনা বলেই আমার মনে হচ্ছে। বিষয়টি আপনাকে জানালাম এবং আমার টকা মারা গেলে আমি আপনার ও তার বিরুদ্ধে প্রয়োজনে থানায় মামলা করতে বাধ্য হবো। শাহ আলম বাদশা পি আর ও টু চিফ ইনফরমেশন কমিশনার-সি আই সি (প্রতিমন্ত্রী) তথ্য কমিশন। Reported: 1 time This email is a service from Bikroy.com.. '' আমার অভিযোগ ও বিক্রয় ডট কমের হাস্যকর জবাবের স্ক্রিনশট দেখুন--


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.