বসে আছি পথ চেয়ে ফাগুনের গান গেয়ে যত ভাবি ভুলে যাব মন মানেনা .....মন মানে না
মানুষের সাথে মানুষের সম্পর্ক কত জটিল হতে পারে? কেন জটিল হয়? কেন এমন সব মানুষ সামনে এসে দাড়ায় যাদের কে ঐ সময়ে না দেখলে জীবন টা হয়ত সহজভাবেই কেটে যেত। মিডিয়াতে প্রেম ভালবাসার এত কেন মার্কেটিং...কাকে ভালবাসতে হবে। কিভাবে ভাল বাসতে হবে। কে পারফেকট, কেন পারফেকট, কোন কারন থাকলে পারফেকট কোন কারন না থাকলে পারফেকট, কোন কারন থেকেও পারফেকট না...কোথায় পাওয়া যাবে , কখন পাওয়া যাবে, তখন কি হবে...কিভাবে হবে, কেমনে হবে। আর কি হতে পারে আর কি হতে পারেনা ব্লা ব্লা ব্লা।
এসব নানান কথা বলতে বলতে ব্যপারটা এত জটিল হয়ে গেছে।
তবে জটিলতা না থাকলে মনে হয় এ ব্যপারটায় পুর্নতা আসেনা। জটিলতা পুর্ন এমন একটি সম্পর্কে জড়িয়ে কি পাব আমি? হয়ত কিছুই না। তবু এই জটিল বিষয়টি কেন জানি বাদ দিতে পারছিনা। কেন পারছিনা তার কোনো উত্তর নেই।
কারন কি পাব এখান থেকে? কিছুইনা। তবু ভাল লাগে। তবু প্রচন্ড আকর্ষন থেকে যায়। তবু....সে কি আমাকে কোনো প্রলোভন দেখিয়েছে? না। সে কি আমাকে কোনো সামাজিক সম্পর্কে সীকার করতে পারবে? না।
সে কি ামাকে অর্থনৈতিক কোনো সুবিধা দিতে পারবে? না। আমার কি কোনো কিছুর অভাব আছে যার জন্য তার দ্বারস্থ হতে হবে? না। তাহলে কি? কেন? কিছুই জানা নেই কোনো উত্তর নেই। শিক্ষা দিক্ষা, সামাজিকতা, ন্যায়, নৈতিকতা সব মিথ্যা হয়ে গেল তার সামনে। সহজ জীবন জটিল হয়ে গেল।
কিন্তু জীবনের প্রতি আকর্ষন বেড়ে গেল, কোনো কিছু করার আগ্রহ বেড়ে গেল।
কথা হচ্ছে এখন আমার চিন্তা কি? কি করব আমি এই সম্পর্কের? তার সংসার ভাংতে বলব? না। তার সন্তানদের ত্যাগ করতে বলব? কখনই না। তাহলে কি চাই আমি?
আমি চাই সে আমার পাশে থাকুক। সে আমার কাছে থাকুক।
আমি তাকে সবসময় দেখতে চাই। বন্ধু হয়ে তার পাশে থাকতে চাই। সবচেয়ে ভাল বন্ধু হতে চাই।
চাওয়া গুলো কি খুব বেশি অন্যায়?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।