আমাদের কথা খুঁজে নিন

   

জয় হোক মিশরের তরুণপ্রজন্মের



মিশরের স্বৈরশাসক হোসনি মোবরকের ৩০ বছরের রাজত্ব আজ সত্যিই হুমকির মুখে। তার এই রাজত্ব কাপিয়ে দিয়েছে আমাদের মতোই তরুণেরা। ব্লগ,ফেসবুক কিংবা টুইটারকে আমরা সময় কাটানো কিংবা বন্ধুত্বের জন্য ব্যবহার করি,আর এ গুলো দিয়ে তারা সংগঠিত হয়ে আন্দোলন করে যাচ্ছে। আমরা কি পারি না এসব মাধ্যম দিয়ে দেশকে বৈষম্য মুক্ত করতে। যেখানে একজন কৃষককে বিমানবন্দরের জন্য জমি হারাতে হবে না,হবে না একজন ফেলানিকে কাটাতারের বেড়ায় ঝুলতে।

আসুন আমরা সংগঠিত হই,দেশকে তথাকথিত গণতন্ত্র নামক শোষণ থেকে মুক্ত করি। গণতন্ত্র তো আমাদের সাথে প্রমিজ করে বিগ্গাপনেরই মতো। আপনি ১০ টাকা কেজি চাল খাওয়ানোর কথা বলেন,আবার নির্বাচনের পর তা ভুলে যান। ক্রসফায়ার বন্ধের কথা বলেন আবার আপনারই স্বরাষ্ট্রমন্ত্রী এরই পক্ষে সাফাই গান। তাই গণতন্ত্র প্রতারণারই হাতিয়ার মাত্র।

এর বিরুদ্ধে সজাগ হবার সময় এখনি। ব্লগ,ফেসবুক কিংবা টুইটারকে ব্যবহার করে আমরা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে সচেতন হই,অন্যকে সচেতন করি। তাহলেই কৃষককে জমি হারাতে হবে না,ফেলানিদের নতজানু পররাষ্ট্র নীতির কারণে প্রাণ দিতে হবে না। মিশরের স্বৈরশাসক হোসনি মোবরকের ৩০ বছরের রাজত্ব আজ সত্যিই হুমকির মুখে। তার এই রাজত্ব কাপিয়ে দিয়েছে আমাদের মতোই তরুণেরা।

ব্লগ,ফেসবুক কিংবা টুইটারকে আমরা সময় কাটানো কিংবা বন্ধুত্বের জন্য ব্যবহার করি,আর এ গুলো দিয়ে তারা সংগঠিত হয়ে আন্দোলন করে যাচ্ছে। আমরা কি পারি না এসব মাধ্যম দিয়ে দেশকে বৈষম্য মুক্ত করতে। যেখানে একজন কৃষককে বিমানবন্দরের জন্য জমি হারাতে হবে না,হবে না একজন ফেলানিকে কাটাতারের বেড়ায় ঝুলতে। আসুন আমরা সংগঠিত হই,দেশকে তথাকথিত গণতন্ত্র নামক শোষণ থেকে মুক্ত করি। গণতন্ত্র তো আমাদের সাথে প্রমিজ করে বিগ্গাপনেরই মতো।

আপনি ১০ টাকা কেজি চাল খাওয়ানোর কথা বলেন,আবার নির্বাচনের পর তা ভুলে যান। ক্রসফায়ার বন্ধের কথা বলেন আবার আপনারই স্বরাষ্ট্রমন্ত্রী এরই পক্ষে সাফাই গান। তাই গণতন্ত্র প্রতারণারই হাতিয়ার মাত্র। এর বিরুদ্ধে সজাগ হবার সময় এখনি। ব্লগ,ফেসবুক কিংবা টুইটারকে ব্যবহার করে আমরা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে সচেতন হই,অন্যকে সচেতন করি।

তাহলেই কৃষককে জমি হারাতে হবে না,ফেলানিদের নতজানু পররাষ্ট্র নীতির কারণে প্রাণ দিতে হবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।