‘দাত হলুদ হয়ে গেলে বাদামী টাই পড়বেন’
কালো টাই পড়ে সুটেড বুটেড আমি,
চেয়ারে বসে বসে তার আগমনের প্রহর গুনি,
আচমকা তিনি এসে পড়লেন
আমি শংকিত, ভীত হলাম,
সন্ত্রাসই শঙ্কার জন্ম দেয় ।
আমি বসে আছি দাতের ডাক্তারের চেম্বারে ।
তার সাথে আমার কথা হল
আমি মিথ্যে কথা বলি, আমি অনেক সাহসী
আমি কাঁদব না
ভীতুরাই কাঁদে, তাই নয় কি?
তিনি এগিয়ে এলেন আমার পানে
সুদর্শন পুরুষ সে, আমার ঠোট ধরে
দাত গুলো দেখতে চাইলেন
কামুক তার চোখের চাহুনী ।
আমার মনে হচ্ছে আমি কেঁদেই ফেলবো,
তার হাতেই আছে একটি ড্রিল
আমার ঘাম ঝরতে লাগল
তার মাংসল হাতে হাত রেখে
আমি একবার বলে উঠি ‘উফ’!
ঘর্মাক্ত আমি, শুনতে পারি সেই ড্রিলের গুনগুন,
আমার মনের মাঝে তখন উকি দেয় নিউটন,
‘যদি তুমি আমাকে ব্যাথা দাও
আমি তোমাকে প্রতিদান দিব’
মানসদৈহিক যাতনা
দন্ত-চিকিৎসকের আশ্বাষকে মিথ্যে প্রমান করে,
যদিও আমার পাওনা হয় মুখভর্তি রুপা,
তার পকেট ভর্তি হয় স্বর্নে ।
ডাক্তার বল্লেন
‘দাত হলুদ হয়ে গেলে বাদামী টাই পড়বেন’ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।