আমাদের কথা খুঁজে নিন

   

আদি পুরুষের অনাদিকাল হেটে চলা



তোমার বেহিসেবি মন বারে বারে নি:স্ব করে দেয় সময়ের বেমানান অবয়বকে তবুও মহাকালের কালো¯্রােতে দিগি¦দিক ছুটে চলা নষ্ট খেলায় পরাজিত বীর হয়ে কাটে দিনমান সারাবেলা। অবশেষে অযাচিত সময়ের কাছে আমি পরাজিত নতজানু কি হবে এলোকেশে রঙচং মাখা কাব্য দিয়ে বসন্ত বাতাসে যদি নাই হয় ইতিহাসের বিবর্তন এভাবে ফুল আর ভুল খেলার বিরহে মাতালপ্রায় আদি পুুরুষ হেটে চলে অনাদিকাল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।