কালের সাক্ষী
ঝাঁকে ঝাঁকে বকের দল আসছে। মাঝে মাঝে তার লম্বা ঠোট দিয়ে ধরে খাচ্ছে বিলে সুস্বাদু মাছ । এতে কিন্তু কারো কোন ধরনের রাগ বা অনুরাগ নেই । থাকবেই বা কেন ? ওরা তো ঐভাবে জীবন যাপন করে। এটি বোঝার ক্ষমতা আছে বলে কেউ ওদের বাধা দেয় না।
আর ওরা তাই নির্ভিঘেœ চরে বেড়াচ্ছে আড়য়িাল বিলের ধানের ক্ষেত, জলাভুমিতে আর দিগন্তজোড়া মাঠে।
শুধু কি বকের দল ? না , তাদের সাথে দল বেঁধেছে ঝাঁকে ঝাঁকে বুনো হাসেরা। তারা মন খুলে বেসুরো গলায় গাইছে স্বাধীনতার গান। নেই কোন শঙ্কা,রাগ বা অভিমান।
আর ধানের শীষেরা সেই সব দেখে হাসিতে একে অন্যের উপর লুটিয়ে পড়ছে।
আর তাদের সাথে যোগ হয়েছে শীষতোলা বাতাস।
বড় বড় পুকুরের মাছরাও কম কিসে। তারাও বাতাসে ঢেউ তোলা মাঝে মাঝে পানিতে লাফিয়ে উঠে জানান দিচ্ছে আমরাও তোমাদের থেকে কম কিসে।
এইসব কিছু কৃষকের প্রাণের ঢেউয়ের তুলনায় অনেক অনেক গুণ কম।
কিন্তু বকেরা আর উড়বে না, মাছ ধরে লম্বা ঠোটে ধরে জানান দিবে না যে মাছগুলো বড় স্বাদের, বুনো হাঁসের দল গাইবে না বেসুরো গলায় স্বধীনতার গান, ধানের ক্ষেতে ঢেউ তোলা বাতাস ছুটে গিয়ে আর কৃষকের প্রাণ মাতাবে না।
তাইতো বাধ্য হয়ে জনাতে হচ্ছে বিদায় অভিবাধন ! ?????????????
ভাল থেকো বক ও বুনো হাসের দল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।