আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের দুই নেত্রীর যেখানে ১০০ ভাগ মিল

আমি দেখতে চাই,আমি জানতে চাই.. এই জগতটাকে
শেখ হাসিনা যখন জননেত্রী। খালেদা জিয়া যখন দেশনেত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী দুজনের একটা জায়গায় ১০০% মিল। যখন ওনরা জননেত্রী/দেশনেত্রী থাকেন, আমাদের কাছে ওনাদের তখন খুব কাছের মানুষ মনে হয়। জনসভায় ওনাদের ভাষন কাউকে লিখে দিতে হয়না। মনে যা আসে তাই বলে ফেলেন।

আমাদের কাছে মনে হয় , আহা ওনরা আমাদেরই মত, আমাদের মতই কথা বলেন। জনতার কাতারে থাকেন ওনরা। যখন ওনরা প্রধানমন্ত্রী হন, তখন ওনরা কেজি ওয়ানের ছাত্রী হয়ে যান। কথা বলাও ভুলে যান। আমলাদের লিখিত বক্তব্য ছারা একটা কথাও বলতে পারেন না।

আমাদের কাছে মনে হয় ,আহা ওনরা তো আমাদের মত নন। কেমন ভিন্ন ভাবে কথা বলেন । জনতার কাতার হতে দুরে চলে যান। থাকেন আমলা/চাটুকরদের কাতারে।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।