আমাদের কথা খুঁজে নিন

   

তবে কি এই শুন্যতাই তোমার শঙ্খ?

চাঁদের দিকে হাত বাড়ালে তার আলো কিছুটা লেগে যায় চিত্তে

তুমি আমাকে একটা শঙ্খ এনে দিতে চেয়েছিলে- কিন্তু দাওনি। তুমি আমাকে একমুঠো নীল আকাশ এনে দিতে চেয়েছিলে-দাওনি। তুমি আমাকে এক চিমটি ঊষ্ণতা এনে দিতে চেয়েছিলে- তাও দিলে না; কিন্তু তুমি জান কি আমার কাছে এখন অনেক নীল ! অনেক শুন্যতা মিলে নীলে নীলে নীলাকার আমার চারদিক! তবে কি এই শুন্যতাই তুমি দিতে চেয়েছিল আমায়? আজো রাতে ঘুমানোর আগে `ভালবাসি' বলে শঙ্খ বাজে কানে! প্রভাতেও সেই শঙ্খধ্বনি সিক্ত করে প্রান ভালবাসায়! তোমার সুদূরে চলে যাওয়া পথের শুন্যতার বিণ চিন চিন করে বাজে । তবে কি এই শুন্যতাই তোমার শঙ্খ? পাজর ভেজা শীতেও ঘুম ঘোরে সরে যায় চাদরটা কপালে উষ্ণ নিঃশ্বাসের স্পর্শ অনুভব পাইনা না বহুদিন- হৃদয়ের মাঝে দাউ দাউ জ্বলে নরকের উত্তাপ। তবে কি এই উষ্ণতাই তুমি দিয়েছিলে? তোমার নিত্যদিনের অবহেলার ধুলো জমে জমে আমার বুকে এখন কবর চাপার ভার! স্বপ্নগুলো এখন নীলাভ হাহাকার হয়ে শুধু অসীমে মিলায়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।