প্রথম বাবা আর ছেলের কথোপকথন দিয়ে শুরু করি,
বাবা: তোমাকে এবার পরীক্ষায় ৯৬ ভাগ নম্বর পেতেই হবে।
ছেলে: না বাবা, আমি ১০০ ই পাব।
বাবা: ইয়ার্কি মারছ?
ছেলে: কে প্রথম শুরু করেছে বাবা?
আমার অবস্থাও অনেকটা এ রকমই। কেন?
বন্ধুরা প্রায়ই দেখি কত মিউজিক ইন্সট্রুমেন্ট বাজায়, দেখে আমারও সাধ হয় কিছু একটা বাজাই কিন্তু এতদিন সেটা শুধু ব্যাঙ্গের সর্দির মতই ঠেকেছে। কিন্তু হটাত একটা হারমোনিকা ইন্সট্রুমেন্টাল শুনে মনে হল আমিও বাজাই, তাই আজ সারাদিন সাইন্সল্যাব, বসুন্ধরা সিটি টো টো করে হারমোনিকা খোজেছিও, কোনো কুল কিনারা করতে পারি নাই।
কিন্তু বন্ধুদেরকে এতদিন যেহেতু মিউজিক নিয়ে ঠাট্টাই করেছি তাই ওদের কাছে এই কথাটা বললে আমার ধারণা সেটা বাবা আর ছেলের কথোপকথন এর মতই হবে।
তাই আমি এ ব্যাপারে একজন নাদান হিসেবে আপনাদের কাছে খাস দিলে একখান প্যাকেজ সাহায্য চাই, আর সেটা হলঃ
১.কোন ব্রান্ডের হারমোনিকা(মাউথ অর্গান) ভাল হবে?
বাজারে দুইটা ব্রান্ড দেখেছি ১। HOHNER ২। SX- BLUES, আর একটা চাইনিজ ব্রান্ড ও আছে।
২.যেহেতু আমি এই লাইনে একেবারে নতুন তাই 10hole ভালো হবে নাকি বড়টা কিনলে ভাল হবে?
৩.প্রতি ছোট মাউথ অর্গান এর গায়ে C,G এরকম কিছু ষ্টিকার লাগানো আছে, এর মানে কি? কোনটা আমার জন্য ভালো হবে?
৪.মাউথ অর্গান শেখার জন্য কোথায় ভালো টিউটোরিয়াল পাওয়া যাবে? ওয়েবসাইট এর ঠিকানা অথবা লিঙ্কটা কি দয়া করে দিতে পারবেন?
এ বিষয়ে অভিজ্ঞ ভাইয়েরা কি দয়া করে একটু হেল্পাইবেন?
শেষতক একখান কথা কইয়া বিদায় লই, কি কন?
ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে পড়লেই কেবল আমরা উপসংহারে পৌঁছাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।