আমাদের কথা খুঁজে নিন

   

হায় পরবাসী মন

কিছু নিজের লেখা আর কিছু নেট থেকে ঘষামাজ়া করা, কেউ অন্য কোথাও লিখতে চাইলে প্লিজ জানাবেন ©

কোথায় আমার কৃষ্নচূড়া, কোথায় আমার দোয়েল, কোথায় আমার শিমুল ফুল ,কোথায় আমার কোয়েল। কোথায় আমার হাস্নাহেনা,কোথায় রাখাল বাঁশী কোথায় আমার সুরমা,ধলেশ্বরি, কোথায় মেঘনা বংশী। কোথায় আমার ক্লান্ত দুপুর ,কোথায় শ্রান্ত বিকেল কোথায় আমার লাল কিশোরি, কোথায় তার পায়েল। কোথায় আমার বটের ছায়া,কোথায় আমার ঘুড়ি কোথায় আমার মাঝির গান,কোথায় তার তরী। কোথায় আমার শান্ত ঝিল, কোথায় শাপলা পদ্ম কোথায় আমার সবুজ মাঠ, উদাস কবির পদ্য। কোথায় আমার দূরের মাঠ, কোথায় বকের সারি কোথায় আমার দাঁড়িয়াবান্দা, কোথায় সেই জারি। কোথায় আমার ভোরের রোদ, কোথায় ফাগুন বেলা কোথায় আমার শীতের পিঠা, মিষ্টি রোদে খেলা। অট্টালিকার ইট পাথরে নিঠোর প্রবাসী হয়ে ভাবছি বুকের ভিতর বাংলাদেশ নিয়ে নীরব চোখে কাঁদছি। তবু এক ইচ্ছা আছে, সত্যি হবে কিনা জানিনা মৃত্যুর পরে বাংলা মাঠি যেন হয় এই প্রবাসীর ঠিকানা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।