আমাদের কথা খুঁজে নিন

   

শেষ সন্ধি

‍‍‍"জীবনের কাছা-কাছি.....মরণের মৌ গন্ধ"

কত বছর পর ফিরে এলাম আমার স্বপন ভুমে। এখানে পড়ে আছে পোড়া বাড়ীর ছাই, ঘুনে পোকায় খেয়ে ফেলেছে আমার স্বপ্নরে বসত ভিটা। কিশোরী বেলার লেপা উঠানে আজ শুধু আগাছা। নেতিয়ে পড়েছে মরগ ফুলের লাল ঝুটি, শুকনো দেহের লাউ ঢগা,গোলাপ কাটার চেয়ে থাকা অপরাজিতাটা ফুলে ফুলে দেখ- নীলে বেড়ে উঠেছে নীলিমার নিচে। হাইরে সাধের ঘর বাড়ী ফুলের বাগান বিলাস।

আমার জন্ম স্হানের নবিন আগুন্তক আমি। সব কিছুই অচেনা খুজে পাচিছ না খাট দক্ষিনে আমার শোবার ঘর নিজের কাছে মনে হচ্ছে প্রাগৈতিহাসিক যুগের গুহা। কালি ঝুলি ধূলা বালি ছাড়া কিছু নাই। বুকটা আমার ফেটে যাচেছ কিয়ে পিপাসায় কত শত যুগ ধরে ক্লান্তি বীহিন ভাবে বিসাক্ত ভালোবাসার এলকহল পান করতে করতে আমি আজ নীল কন্ঠীর রং। আমি হরিয়ে ফেলেছি কৈশরের সবুজ সতেজ মাঠ স্মতি আর রেশমি চুড়ীর ফিতা,পুতুল বিয়ের ঘর বাড়ী।

কিছু নেই সর্ব হারা দরিদ্র সীমার নিচে হ্রদয়ের সহবাস। আমি দেউলিয়া,সর্ব শান্তের সাথে করেছি শেষ সিন্ধ্......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।