সাধারণ মানুষ
কল্পনা করুন আপনি ভালো মানুষের মত হেঁটে যাচ্ছেন, হঠাৎ করেই ঠাস! কেউ একজন সশব্দে চড় বসিয়ে দিয়েছে আপনার গালে। আশেপাশে কেউ নেই, কে করল এই কাজ? ভূত, মিস্টার ইন্ডিয়া, ইনভিজিবল ম্যান? না, চড় মেরেছে আপানরই বাম হাত এবং সেটা আপনাকে না জানিয়েই। ভাবছেন এসব কি বলছি? জ্বি, এরকমটাই হতে পারে যদি কেউ Alien Hand Syndrom এ আক্রান্ত হয়।
নিউ জার্সির অধিবাসী ক্যারেন (Karen Byrne) এরকমই একজন যার বাঁ হাত নাকি তথাকথিত অ্যালিয়েনরা নিয়ন্ত্রণ করে। তার বাঁ হতের যেন নিজস্ব ইচ্ছা অনিচ্ছা আছে! তাই সে মাঝে মাঝে ক্যারেনকে চড় মারে আবার ডান হাত সিগারেট ধরালে, বাঁ হাত সেটা অ্যাশট্রেতে নিভিয়ে ফেলে।
বড়ই বিপদ
ক্যারেনের ১০ বছর বয়স থেকে এপিলেপ্সি ছিল, সেজন্যে ২৭ বছর বয়সে একটা অপারেশন করা হয়। আসলে, এপিলেপ্সির সর্জিক্যাল চিকিৎসা হল, ব্রেনের যে অংশ থেকে উল্টাপাল্টা সিগন্যাল জেনারেট হয়, সেই অংশটা বাদ দিয়ে দেয়া হয় (কি ভয়ানক!)। ক্যারেনের বেলায় ব্রেনের সেই গোলমেলে স্পট খুঁজে পেতে ডাক্তার গলদঘর্ম হয়, কিন্তু সিদ্ধান্তে পৌঁছাতে পারে না। শেষমেশ, corpus callosum (মস্তিষ্কের ডান পাশ ও বাঁ পাশের মাঝের সেতু তৈরি করে এটি) কেটে ফেলার সিদ্ধান্ত নেয় ডাক্তার।
তারপর থেকেই বিপত্তির শুরু, মস্তিষ্কের ডানপাশ (বাঁ পাশ নয়) corpus callosum না থাকায় নিজেকে স্বাধীন ভাবা শুরু করে দেয়।
তখন থেকেই এই বিপত্তির শুরু। বাঁ হাতের চড় থাপ্পর খেয়ে তার ত্রাহি মধুসূদন অবস্থা। অবশ্য এখন ওষুধের মাধ্যমে এই সমস্যার কিছুটা উপশম হয়েছে।
[নিচে দেয়া বিবিসির লিংকে গেলে ভিডিও দেখতে পাবেন। ]
মজার ব্যাপার হল দেহের বাঁ পাশ নিয়ন্ত্রণ করে ডান মস্তিষ্ক আর দেহের ডান পাশ নিয়ন্ত্রণ করে বাঁ মস্তিষ্ক।
এই বিষয়টা প্রথম আবিষ্কার করেন রজার ওয়ালকট স্পেরি নামের একজন নিউরোবায়োলজিস্ট। তিনি ১৯৮১ সালে নোবেল পান। তবে, দুঃখের বিষয় হল তিনি নিজেই মস্তিষ্কের পরে কুরু নামের রোগে আক্রান্ত হন।
সুত্র: বিবিসি
উইকি
আরেকটা লিংক
সবাই ভাল থাকবেন, শুভেচ্ছা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।