আমাদের কথা খুঁজে নিন

   

‘মনে হচ্ছে, সরকার জামায়াতকে ভয় পায়’

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দলটিকে নির্বাহী আদেশে নিষিদ্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে রোববার ঢা রিপোটার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে তারা। 
তরীকতের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইভান্ডারী বলেন, “জামায়াতকে নিষিদ্ধ না করা হলে একাত্তরের শহীদদের প্রতি অবহেলা হবে। তাদের চেতনাকে অবমাননা করা হবে।”
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ে দল হিসেবে জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি উঠে আসার পর বামপন্থী বিভিন্ন দলের পাশাপাশি তরীকতও দলটি নিষিদ্ধের দাবি তোলে।
জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার পর একই দাবি আবার ওঠার প্রেক্ষাপটে সরকারের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম বৃহস্পতিবার বলেন, কোনো দল নিষিদ্ধের পরিকল্পনা তাদের নেই।
নজিবুল বশর বলেন, “সরকারদলীয় নেতাদের বক্তব্যে মনে হচ্ছে, তারা জামায়াতকে নিষিদ্ধ করতে ভয় পায়।
“জামায়াতকে নিষিদ্ধ না করলে তারা কি আওয়ামী লীগকে ভোট দেবে? তারা কখনো আওয়ামী লীগকে ভোট দেয় না।”
তরীকতের মহাসচিব এম এ অাউয়াল বলেন, “রাষ্ট্রের নিবার্হী আদেশে জামায়াতকে নিষিদ্ধ করা হোক। তা নাহলে আগামী নিবার্চনে এর মাশুল দিতে হবে।”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।