কেউ আমার সাথে কথা বলিত না, আমার ব্লগ এ কেউ যেতে পারিত না, কিন্ত কেন?? কি ছিল আমার অপরাধ??? আমি যে জেনারেল নামক এক থাবায় আটকা পরে ছিলাম। আমার বন্ধু নিভৃত নয়ন আমাকে প্রতিদিন ই জিজ্ঞেস করত, “ কিরে তুই এখন ও সেফ হস নাই??? “ আমার মন তখন ভেঙ্গে যেত। ভাবতাম আহারে আমার গায়ে মনে হয় HIV ভাইরাস, তাই আমি যদি সেফ না হই তাহলে কেও আমার সাথে কথা বলিবে না। এই দুঃখে মাঝে মাঝে নিজে ই স্ক্রলবার টা জেনারেল থেকে সবুজ দাগ এ নিয়ে যেতে চাইতাম, কিন্ত মডুরা কি আমার দুর সম্পর্কের নানা হয় যে আমি চাইলে ই সেফ হব???
সেফ হলে কি লাভ জানিতাম না, তাই নয়ন কে জিজ্ঞেস করায় ও বলল “ বুঝিস না, তোর লেখা তো কেও পড়তে পারছে না, সেফ হলে সবাই পরবে “ আমার লেখা না পড়লে জাতি যে গভীর সঙ্কট এ পরবে তা ভেবে ই কষ্ট পেলাম। এতো জ্ঞানী জ্ঞানী লেখা আমার।
ব্লগার শিপু ভাই এক দিন আমাকে বলে ই দিলেন” আপনি এখন ও সেফ হন নাই “ আমার কষ্ট আরও বেরে গেল , আহারে আমার মত যোগ্য পোলা আজ অনিরাপদ।
কিছু দিন আগে রক্ত টেস্ট করাইছি, আজ তার রিপোর্ট পাইলাম, ঐ খানে লিখা আমার শরীরে কোন ছোঁয়াচে রোগ নাই। মানে আমি নিরাপদ। ভাবলাম সেফ হইলে হইলে হয়ত আমার ব্লগ এর চেহারা অন্য রকম হইব। কিন্ত তেমন কোন পরিবর্তন না দেখে অবাক হলাম।
আমি মনে মনে আশা করছিলাম হয়ত প্রধানমন্ত্রী আমারে শুভেচ্ছা জানায়ে মেইল করবে, কিন্ত না। তাতে কি আসে যায়???
আজ ফাইনাল ট্যুর এ কক্সবাজার যাচ্ছি, খুব মজার দিন আমার জন্য। হয়ত পুরা ট্যুর ই ভাল কাটবে । আমি যখন রোগী ছিলাম তখন আমার ব্লগ এ এসে আমাকে অনেক উৎসাহ দেয়ার কাজ গুলা করেছেন ময়নামতি মাহী ফ্লোরা হাসান মাহবুব নীল-দর্পণ শিপু ভাই শূণ্য উপত্যকা বড় বিলাই চতুষ্কোণ । আমার বন্ধু বেপাতার নয়ন এর কথা বলে ওকে ছোট করব না।
যাই ট্যুর এ যাওয়ার জন্য ব্যাগ গুছাতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।